বিজয়ার পদ্মাকে আজ ‘বুড়ি’ নামে সম্বোধন করল সমাজ

0
44

কলকাতা: এপার ওপার বাংলার সাড়াজাগানো অভিনেত্রী জয়া আহসান অনবদ্য অভিনয় দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। দুই বাংলার সুপারহিট অভিনয় জয়ার ঝুলিতে আছেন। ২০১৯ সালে শিবপ্রসাদ এবং নন্দিতার ‘কন্ঠ’ সিনেমায় নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে দুই দেশের গর্ব হয়ে উঠেছেন জয়া। বয়স প্রায়  ৫০-এর কোটায় কিন্তু দেখলে তা বোঝার সাধ্য কারোর নেই।

এই বয়সে এসে এখনও নিজের রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন বহু নিউকামারদের। মডেলিং, অভিনয়, আর ফিটনেশ সবেতেই ১০০ তে ১০০ জয়ার। নিজের ফিটনেশ নিয়ে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন জয়া। করোনার দ্বিতীয় ঢেউতে বাংলাদেশেই ঘরবন্দী আছেন জয়া। বাড়িতে বাগানের গাছের পরিচর্যার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয় থাকছেন জয়া। এই লকডাউনে বাড়িতে বসে সোশ্যাল মিডিয়াতে নতুন বা পুরনো ছবি শেয়ার করে তিনি মুগ্ধ করেন অনুরাগীদের। দুই দেশ মিলিয়ে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যাও কিছু কম নয়।

- Advertisement -

এই কঠিন পরিস্থিতিতে অভিনেত্রী কোনও কোলহল পরিবেশ নয় বরং শান্ত প্রকৃতির মধ্যে শান্তি খুঁজে নিচ্ছেন। কখনও বাড়ির বাগান তো কখনও শান্ত সবুজ ঘেরা মাঠেই হাসিমুখে পোজ দিচ্ছেন। এবারেও অনথা হল না। এবারে অভিনেত্রী নিজের বাড়ির বাগানের একরাশ বোগেনভেলিয়া ফুলের সঙ্গে ছবি শেয়ার করেছেন জয়া। এই ছবিতে অভিনেত্রী হালকা তাতের শাড়ি পরনে। সঙ্গে মানানসই গয়না আর খোলা চুলে বাগানের দিকে আনমনে তাকিয়ে তো কখনো হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। এই ছবিতে অভিনেত্রীর সঙ্গে শোভা বাড়িয়েছে গোলাপি রঙের ফুল।

এই ছবি গুলি শেয়ার করে ক্যপশানে লিখেছেন, “তুমি চাইলে হতে পারতে আমার বাগানের পাতাবিহীন গাছ, ভরতি ফুলের মেজেন্ডা বাগানবিলাস…” কার উদ্দেশ্যে পাতাবিহীন গাছ হওয়ার বার্তা দিলেন জয়া তা জানা গেলেও অনুরাগীরা এই ছবির প্রশংসা করেছেন। তবে অনেকেই নানান ভাবে কটুক্তি করেছেন। কেউ কেউ লিখে বসলেন, এই ছবিতে বিরুপ মন্তব্য করে বসলেন বেশ কিছু নেটিজেন। অনেকেই মন্তব্য করলেন, ‘আপনি বুড়ি হয়ে গিয়েছেন।’ তবে এসব মন্তব্যের কোনও উত্তর দেননি অভিনেত্রী। তিনি নিজের মতোই বেশ আছেন। লোকে যতই বুড়ি, বয়স্ক বলে সম্বোধন করুক এই পোস্ট বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।