TRP: টিআরপি তালিকায় এবার স্টার সুপারস্টার

0
694

অর্পিতা দাস: এই সপ্তাহের টিআরপি তালিকায় বাজিমাত করলো স্টার জলসা, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকদের পেছনে ফেলে এগিয়ে গেল স্টার জলসার একাধিক ধারাবাহিক।

টিআরপি তালিকার পুরো ছবিটাই যেন বদলে গেল এই সপ্তাহে, সেরা দশের মধ্যে বেশির ভাগ জায়গা জুড়ে রয়েছে স্টার জলসার একাধিক ধারাবাহিক। অনেকটাই পিছিয়ে গেলো জি বাংলা। ১১.১ পেয়ে প্রত্যেক সপ্তাহের মতো এই প্রথম স্থানে রয়েছে জি বাংলার মিঠাই ধারাবাহিক। তবে এরপর‌ই সবাইকে অবাক করে ৮.৯ পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি, প্রথম সপ্তাহ থেকেই সেরা পাঁচে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক।

৮.৬ পেয়ে তৃতীয় স্থানে জি বাংলার দুটি ধারাবাহিক অপরাজিত অপু এবং উমা। ৮.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার যমুনা ঢাকি এবং সর্বজয়া। তবে এরপর থেকে প্রায় পুরো টিআরপি তালিকাতেই জায়গা করে নিয়েছে স্টার জলসার বেশিরভাগ ধারাবাহিক। ৭.৪ পেয়ে পঞ্চম স্থানে পৌঁছে গেল স্টার জলসার ধুলোকণা। অনেকটা এগিয়ে ৭.৩ পেয়ে ষষ্ঠ স্থানে স্টার জলসার খেলাঘর। ধারাবাহিকের গল্প নিয়ে নানান বিতর্ক হলেও, ৭.১ পেয়ে সপ্তম স্থানে জায়গা করে নিল স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিক। গত সপ্তাহ থেকে খানিকটা পিছিয়ে ৭.০ পেয়ে অষ্টম স্থানে পৌঁছে গেল স্টার জলসার মন ফাগুন।

৬.৯ পেয়ে নবম স্থানে স্টার জলসার খড়কুটো। তবে ৬.৭ পেয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে চারটি ধারাবাহিক- জি বাংলার করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব এবং এই পথ যদি না শেষ হয় অন্যদিকে স্টার জলসার বরন এবং গঙ্গারাম। এই সপ্তাহের টিআরপি তালিকার প্রথম পাঁচে জি বাংলার কয়েকটি ধারাবাহিক থাকলেও প্রথম দশে এইভাবে জায়গা করতে পারল না অন্যান্য ধারাবাহিক। সেক্ষেত্রে অন্যান্য সপ্তাহ থেকে অনেকটাই এগিয়ে রইল স্টার জলসা এবং বহুদিন পর দ্বিতীয় স্থানে স্টার জলসার ধারাবাহিক। তাই এই সপ্তাহে সুপারস্টার হয়ে রইল স্টার।

- Advertisement -