আমেরিকার ২০০ টি হলে মুক্তি, বিতর্ক, সমালোচনার গায়ে মেখে বিদেশের মাটিতে জয়ের ধব্জা ওড়াচ্ছে ‘The Kerala Story’

0
44
the kerala story

খাসডেস্কঃ বিতর্কের মাঝেই আমেরিকা ও কানাডার ২০০ টির বেশি হলে মুক্তি পেল দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। মাত্র ৬ দিনেই বক্স অফিসে কালেকশন ৮০ কোটি টাকা।

আরও পড়ুন :“স্বচ্ছতার সঙ্গে এগোচ্ছে প্রশাসন, রেয়াত পাবে না কেউ…”, জানালেন মানিক

- Advertisement -

যত বিতর্ক তত কৌতুহল। আখেরে এতে লাভই হয় পরিচালক, প্রযোজকদের। দ্য কেরালা স্টোরি প্রমাণ করল সেই কথাই। ছবিটি ঘিরে রয়েছে তিনটি মেয়ের গল্প। কেরল থেকে নিখোঁজ হওয়ার পর যাদের ধর্মান্তরিত করা হয়েছিল। এরপরে তাঁরা আইসিস এ যোগ দেয়। আর তাতেই বাড়ে সমালোচনা। কেউ বলছেন ছবিটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেউ মনে করছেন সত্যি ঘটনাই প্রতিফলিত হয়েছে ছবিটির মাধ্যমে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানায় ছবিটিকে কর মুক্ত করা হলেও সম্পূর্ণ উল্টো পথে হেঁটে বাংলায় দ্য কেরালা স্টোরিকে (The Kerala Story) করা হয়েছে নিষিদ্ধ। তামিলনাদুর অধিকাংশ হলে ছবিটির প্রদর্শন রয়েছে বন্ধ। তবে সমালোচনা, বিতর্ক যাই থাকুক না কেন বক্স অফিসে ভালো সাড়া ফেলছে বাঙালি পরিচালকের এই ছবিটি। বিদেশ ভূমিতেও ওড়াচ্ছে জয়ের ধব্জা।

আরও পড়ুন :শক্তিবৃদ্ধি করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূ্র্ণিঝড় মোকা, তৈরি প্রশাসনও

৩৩ টি দেশে মুক্তি পাচ্ছে দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। সম্প্রতি এই কথা নিজের সমাজমাধ্যমের পাতায় জানিয়ে ছিলেন অভিনেত্রী অদা শর্মা। ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘আপনাদের সবাইকে ধন্যবাদ, যাঁরা এই ছবি দেখছেন, যাঁরা এই ছবি নিয়ে কথা বলছেন, যাঁরা এটাকে ট্রেন্ডিং করেছেন এবং যাঁরা আমার কাজের প্রশংসা করেছেন“।