“এখনও লোকসান মেটাতে পারব না…”, পশ্চিমবঙ্গে The Kerala Story ’র ওপর নিষেধাজ্ঞা ওঠার প্রসঙ্গে শতদীপ

0
40

বিনোদন ডেস্ক: সম্প্রতি সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। ৮ মে এই ছবিটিকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে শুরু হয় বিতর্ক। পক্ষে-বিপক্ষে নানা মুনি দেন নানান মত। বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ছবির নির্মাতারা। অবশেষে বৃহস্পতিবার ছবি প্রদর্শনের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্ট। অর্থাৎ খুব শীঘ্রই বাংলায় হলে বসে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে পাবেন পশ্চিমবঙ্গবাসী।

ছবির ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নিয়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গে এই ছবির পরিবেশক শতদীপ সাহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “খুব ভালো হয়েছে, সিনেমার ব্যবসার জন্য এটা খুবই ভালো সিদ্ধান্ত।” শুধু তাই নয় তিনি আরও বলেন, “খুব ভালো সাড়া পাচ্ছি, পর পর হল মালিকদের ফোন আসছে। তবে এখনও আমি লোকসান মেটাতে পারব না।”

- Advertisement -

সম্প্রতি বক্স অফিস কালেকশনের দিক থেকে সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi ki Jaan) ছবির থেকে এগিয়ে আদা শর্মার এই ছবি। সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই ছবিটি মোট ১৬৫ ৯৪ কোটি টাকা আয় করেছে। সিনে বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই ২০০ কোটি টাকার গণ্ডি ছুঁয়ে ফেলবে ‘দ্য কেরালা স্টোরি’।