অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে আসছে ‘আয় তবে সহচরী’

0
393

পূর্বাশা দাস: বন্ধুত্বে বয়সের কোনও সীমা হয়না। বন্ধুত্ব সীমাহীন। দু’জন অসম বয়সী মানুষের মধ্যেও গড়ে উঠতে পারে গাঢ় বন্ধুত্ব। এরকমই এক বন্ধুত্বের গল্প নিয়ে স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আয় তবে সহচরী’।

আরও পড়ুন: জুন আন্টির মুকুটে নয়া পালক, ‘অ্যাক্টর’ থেকে ‘ডক্টর’ হলেন উষসী চক্রবর্তী

- Advertisement -

এই ধারাবাহিকের মাধ্যমেই বেশ কয়েক বছর পর আবার ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপধ্যায়কে। এই ধারাবাহিকে কনীনিকার চরিত্রের নাম সহচরী। কনীনিকা ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী অরুনিমা হালদার। বয়সের কনীনিকার থেকে অনেকটাই ছোট অরুনিমা। অরুনিমা অভিনীত চরিত্রের নাম বরফি। সহচরী এবং বরফির মধ্যে অসমবয়সী বন্ধুত্বের গল্প বলবে সহচরী।

এই ধারাবাহিকে কনীনিকা নিজের থেকে বেশি বয়সের চরিত্রে অভিনয় করছেন। সহচরীর স্বপ্ন দেখে সে গোল্ড মেডেলিস্ট হবে। কিন্তু পরিস্থিতির জটিলতায় তা সম্ভব হয়নি। ঘটনাচক্রে জীবন যখন তাকে নতুন করে এই সুযোগ দেয় তখন নিজের স্বপ্নপূরণের উদ্দেশ্যে সংসারের গণ্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করে সহচরী। আর কলেজে গিয়েই সহচরী খুঁজে পায় তার ‘সহচরী’ বরফিকে। প্রোমো থেকে অন্তত এটুকুই আন্দাজ করা যাচ্ছে।

সহচরী প্রসঙ্গে কনীনিকা জানালেন, “আমাদের আশেপাশে চোখ রাখলেই সহচরীর মতো এরকম চরিত্র দেখতে পাওয়া যায়। অসমবয়সী বন্ধুত্ব হতে পারে না বলে আমার মনে হয় না। আমার মনে হয় মা আর মেয়ে সব থেকে ভালো বন্ধু হতে পারে। আমার বেস্ট ফ্রেন্ড আমার মা। আমার আমার বোনও আমার খুব ভালো বন্ধু। তাই বন্ধুত্বের ক্ষেত্রে বয়সটা কখনওই বাধা হয়ে দাঁড়াতে পারে না।” কনীনিকার মত একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার আগে যথেষ্ট নার্ভাস ছিলেন অরুনিমা। অরুনিমার কথায়, “আমি ছোটবেলা থেকেই কনীনিকা’দির ভীষণ ভক্ত ছিলাম। কনীনিকা’দির সঙ্গে অভিনয় করতে পারা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। তাই খুব নার্ভাস ছিলাম। যখন প্রোমো শুট করছিলাম তখন কনীদির সঙ্গে সিন গুলোর সময় আমি খুব নার্ভাস ফিল করছিলাম। তখন কনীনিকা’দিই আমাকে বলেছিলেন এত নার্ভাস হতে হবে না।”

আরও পড়ুন: জন্মদিনের পরের দিন থেকেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবেন ‘সর্বজয়া’ দেবশ্রী রায়

‘আয় তবে সহচরী’ তৈরীর নেপথ্যে রয়েছেন সাহানা দত্ত। ‘আয় তবে সহচরী’ দেখা যাবে স্টার জলসার পর্দায়। চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতাদের তরফে শুধুমাত্র এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ করা হয়েছে।