‘সোনু’, আমরা তোমাকে ভরসা করি তো!

0
162

আবুধাবি: করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলায় গোটা বিশ্ব জুড়ে যখন সমস্ত কিছু একেবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন সেই নির্দেশিকা যে বিনোদন মাধ্যমের ক্ষেত্রেও কাজ করবে সেটাই স্বাভাবিক। আর সেই নির্দেশিকা মেনে নিয়ে সমস্ত কলাকুশলীরা আপাতত নিজেদের কাজ বন্ধ রেখে স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় বিভিন্ন সেলেব্রিটিরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার বার অনুরোধ জানিয়েছেন সকলকে নিয়ম মেনে চলা, অথবা প্রয়োজন মত প্রতিরোধমূলক বা সুরক্ষামূলক বিধিনিষেধ গুলো প্রতিনিয়ত ঠিক ভাবে মেনে চলার।

আর এই সময়ই, যখন অবহেলার এক অন্যতম নজির গড়লেন গায়িকা কণিকা কাপুর, তখনই সচেতনতার নজির গড়লেন গায়ক সোনু নিগম।

- Advertisement -

যখন দেখা গেল যে, বলিউডের গায়িকা কণিকা কাপুর বিদেশ থেকে ফেরার পর, কোন রকম নিয়ম কানুন না মেনে, বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে, কোন রকম গায়িকা কণিকা কাপুর ঘুরে বেরিয়েছেন অথবা পার্টি করেছেন রাত ভোর, তখন গায়ক সোনু নিগমের বিচক্ষণতায়, খুশি হয়েছেন নেটিজেনরা। ঠিক কি করেছেন সোনু নিগম? আসুন জেনে নেওয়া যাক।

আসলে সোনু নিগম এই মুহুর্তে বিদেশে, দুবাইতে আছেন। সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী ও ছেলে। তাঁরা গত ৫ মার্চ থেকে দুবাইতেই আছেন। যদিও, তাঁদের ভারতে ফিরে আসার কথা ছিল, গত ১৭ মার্চ। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের সতর্কতা জারি হওয়ায়, সেই কথা মাথায় রেখেই দেশে ফেরেননি, গায়ক সোনু নিগম।

তবে এই দেশে রয়েছেন তাঁর বাবা ও বোন। তাঁদের কথা ভেবে ও তাঁর অনুগামীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে, এই মুহুর্তে তাঁর নাকি দেশে, বাবা আর বোনের কাছে ফিরে যেতে খুবই ইচ্ছে করছে, কিন্তু যেহেতু তিনি বাইরে আছেন, তাই সংক্রমণ এড়াতেই এই পদক্ষেপ গ্রহণ। বিমানবন্দর হয়ে এই মুহুর্তে দেশে ফিরলে যেহেতু সংক্রমণের সম্ভাবনা বাড়বে তাই আপাতত বিদেশেই স্বেচ্ছায় গৃহবন্দী তিনি। এই বলে বিভুঁই থেকেই অনুগামীদের গান শুনিয়েছেন তিনি।