করোনার ‘ট্র‍্যাপড’-এ মানুষের বিবেকের গল্প শোনালেন সন্দীপ

0
425

কলকাতা: করোনার জেরে লকডাউন দেশজুড়ে। কর্ম ব্যস্ত মানুষদের আজ কাজের অভাব। দায় হয়ে পড়ছে সময় কাটানোর। রোজকার এই ঘরবন্দি অবস্থা মানসিক চাপের কারণ হয়ে উঠছে। মানুষের মাথায় ঘুরছে নানা রকম চিন্তা ভাবনা। সব মিলিয়ে মানুষ আজ এক ‘ট্র‍্যাপড’-এ ফেঁসে গেছে।

সেই মনস্তাত্ত্বিক গল্প শোনালেন পরিচালক সন্দীপ প্রতিহার তাঁর ছোট সিনেমায়। মানুষ আজ করোনার হাতে ট্র‍্যাপড। এক অন্ধকার সময় আমরা কাটাচ্ছি। ভবিষ্যতে কবে ফের আশার আলোর দেখা মিলবে তা অজানা। তবে মানুষ আশাবাদী। আবার মূল স্রোতে ফেরার আশা দেখছে পৃথিবীবাসী। যেখানে থাকবে শুধু কাজ।

- Advertisement -

বর্তমান পরিস্থিতিতে ভিন্ন মানুষের ভিন্ন মানসিকতার তৈরি হচ্ছে। এই করোনার পরিস্থিতিকে ভিন্ন মানুষের কাছে ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, উঠে আসছে নানাবিধ অসুবিধা। সেই মানুষগুলোর মধ্যেই তিনটি চরিত্রকে চিত্রায়ন করা হয়েছে ‘ট্র‍্যাপড?’-এ।

নতুন করে নতুন জীবনের কথা তুলে ধরা হয়েছে। আসার পথ দেখিয়েছে। রূপকের মোড়কে ঢেকে ফেলা হয়েছে এই চরিত্রগুলোকে। আর এই প্রতিটি ‘মুক্ত’কে আলাদা করে এক মালায় গাঁথার কাজটি করেছেন সন্দীপ।

ছবিতে অভিনীত প্রতিটি চরিত্র নিজেদের ঘরে বসেই শুট করেছেন। লকডাউনের সমস্ত নিয়মকানুন মানা হয়েছে। এই ছবিতে সুমন দাস, বিক্রমজিৎ মুখোপাধ্যায়, সৌরভ চট্টোপাধ্যায় ও মধুমিতা রায় তাঁদের অভিনয়ের গুণে প্রতিটি দৃশ্য পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। এই ছবি আশার আলো দেখাবে মানুষকে।