সেলিম-জাভেদ জুটির ডকুমেন্টরি, প্রযোজনায় সলমান, ফারহান, জোয়া

0
34

পূর্বাশা দাস: বলিউডের বিখ্যাত কাহিনীকার জুটি সেলিম-জাভেদ এর জীবনী নিয়ে ডকুমেন্টারি ছবি তৈরি হতে চলেছে। ছবিটি প্রযোজনা করছে সলমান খান ফিল্মস,এক্সেল এন্টারটেনমেন্ট, টাইগার বেবি ফিল্মস।

সেলিম জাভেদ জুটির হাত ধরেই বলিউডে শুরু হয়েছিল ‘অ্যাংরি ইয়ং ম্যান’ কনসেপ্ট। একটা সময়ে বলিউডের একের পর এক হিট ছবির নেপথ্যের কাহিনীকার ছিলেন এই সেলিম জাভেদ জুটি। অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়ং ম্যান ইমেজের কারিগরও তাঁরাই।

- Advertisement -

আন্দাজ, সীতা অউর গীতা, হাতি মেরা সাথী ছবিতে সেলিম-জাভেদ জুটি একক ভাবে নাম না পেলেও তাঁদের ভাগ্য খুলে দেয় ১৯৭৩ সালে প্রকাশ মেহরা পরিচালিত ছবি জঞ্জীর। এরপর একে একে ইয়াঁদো কি বরাত, দিওয়ার, শোলে, ত্রিশূল, ডন, কালা পাত্থর , ক্রান্তি, শক্তি সহ বহু ছবির চিত্রনাট্য তাঁদের কলম থেকে বেরিয়ে আসে। এই জুটির শেষ কাজ ১৯৮৭ সালে শেখর কাপুরের পরিচালনায় মিস্টার ইন্ডিয়া।

সলমান খান (সলমান খান ফিল্মস), ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধওয়ানি (এক্সেল এন্টারটেনমেন্ট), জোয়া আখতার এবং রিমা কাগতি (টাইগার বেবি ফিল্মস) এর নেতৃত্বে তিনটি ব্যানারের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ডকুমেন্টরি। পরিচালনার দ্বায়িত্বে আছেন নম্রতা রাও। ডকুমেন্টরির নাম অ্যাংরি ইয়ং মেন।

‘দিওয়ার’, ‘জঞ্জীর’, ‘শোলে’ এর মত একের পর এক হিট বাণিজ্যিক ছবিতে দর্শকদের অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভকে উপহার দিয়েছিলেন এই সেলিম-জাভেদ জুটি। সলমান খান, ফারহান আখতার এবং জোয়া আখতারের তাঁদের বাবাদের প্রতি এই কাজ এক অনন্য নজির হতে চলেছে।