Salman Khan: ইন্ডাস্ট্রিতে ৩৪ বছর, ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন ভাইজান

0
73
salman khan

বিনোদন ডেস্ক: দেখতে দেখতে ৩৪ টা বছর বলিউডে পূর্ণ করলেন অভিনেতা সলমন খান। ১৯৮৮ সালে আজকের দিনেই বলিউডে পা রেখেছিলেন ভাইজান। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। রেখা, ফারুখ শেখ অভিনীত সেই ছবিতে ফারুখের ভাই তথা রেখার দেওয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ছিপছিপে চেহারার সলমন তখন সেলিম খানের ছেলে নামেই পরিচিত। তবে যদিও বেশি দিনের জন্য তাঁকে বাবার নাম বহন করতে হয়নি, ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দিয়েই সাফল্যের চুড়ায় পৌঁছে যায় সলমান, তারপর থেকে আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

তিন দশকেরও বেশি সময় বলিউডকে দিয়েছেন অভিনেতা। একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। একাধিকবার একাধিক বিতর্কে জড়িয়েছেন কিন্তু আজকের দিনে তাঁর ভক্তরা তাঁর ছবিকেই মনে রাখতে চান। এদিন ৩৪ বছর পূর্তির কথা ঘোষনা করে ভাইজান লেখেন,‘‘৩৪ বছর আগে এই দিনটা ছিল আর ৩৪ বছর পরেও রয়েছে… আমার জীবন শুরু হয়েছিল শূন্য থেকে। আমাকে এত পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’’

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

সেই সঙ্গে অভিনেতা পোস্টের ক্যাপশনে লেখেন,”কিসি কা ভাই..কিসি কি জান”। তারপরেই গুঞ্জন ‘কভি ঈদ কাভি দিওয়ালি’-র নাম বদল করে “কিসি কা ভাই..কিসি কি জান” নাম রাখেন ভাইজান। যদিও নির্মাতাদের তরফ থেকে এব্যাপারে এখনও কোনো অফিসিয়ালি তথ্য সামনে আসেনি।