অনলাইন বিনোদন মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বিনোদনের মাত্রা

0
347

নয়াদিল্লি: অধুনা একটি শব্দ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, যাকে বলে অনলাইন প্ল্যাটফর্ম। আর আমাদের রোজকার জীবনের খবর থেকে শুরু করে কেনাকাটা, হোটেল বুকিং এমনকি বিনোদনের মত সমস্ত কিছুতেই আমরা খুঁজি অনলাইনের আশ্রয়, আর এইরকমই কতগুলি অনলাইন বিনোদনের মাধ্যমকে কেন্দ্র করেই শুরু বিতর্কের। কিসের বিতর্ক, এবার আসা যাক সেই প্রশ্নের উত্তরে।

ভারতে যতগুলি অনলাইন বিনোদন মাধ্যম আছে, যেমন ‘নেটফ্লিক্স’, ‘ভুট’, ‘এএলটি বালাজি’, ‘জিও’, ‘অ্যারে’, ‘সনি লাইভ, ‘আমাজন প্রাইম ভিডিও’, ‘এম এক্স প্লেয়ার’ প্রভৃতি, এদের বিরুদ্ধে অভিযোগ যে এদের মাধ্যমে সম্প্রচারিত হওয়া বিষয়গুলি কিছু ক্ষেত্রে ভারতীয় নির্দেশবিধি অমান্য করছে। সেই কারনে সোমবার, তথ্য-সম্প্রচার মন্ত্রী শ্রীপ্রকাশ জাভাড়েকার এই মাধ্যমের প্রতিনিধিদের সাথে দিল্লীতে বৈঠকে বসেন।

- Advertisement -

প্রায় পঁয়তাল্লিশ মিনিটের এই বৈঠকে বলা হয় যে, এই সমস্ত মাধ্যমকে একশো দিন সময় দেওয়া হচ্ছে তার মধ্যে এদের একটা করে আভ্যন্তরীণ বিচারকমণ্ডলী তৈরি করতে হবে যাদের কাজ হবে এই সময়ের মধ্যে এই মাধ্যমগুলির জন্যে একটি ‘কোড অফ কন্ডাক্ট’ বানানো যা মেনে এই দেশে মাধ্যমগুলি নিজেদের বিষয়গুলি অনলাইনে দেখাতে পারবে।

একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী এই বৈঠকের আগে অন্তত এক মাস আগে একটি ‘ডিজিটাল কনটেন্ট কমপ্লেইন কাউন্সিল’ বা ‘ডি শি শি শি’ বানানো হয় যার মাধ্যমে এই ক্ষেত্রে জমা পরা অভিযোগগুলি খতিয়ে দেখতে পারে। বৈঠকে বলা হয় এই সমস্ত মাধ্যমগুলিকে এই কাউন্সিলের সদস্য হতে, যদিও অন্তত চারটি মাধ্যম এই প্রস্তাবের বিরোধিতা করে। এবং এই বৈঠকের শেষে, ‘নেটফ্লিক্স’, ’জি ফাইভ’, ‘এম এক্স প্লেয়ার’ এবং ‘এএলটি বালাজি’ আরও কিছু দিন সময় চেয়ে নেয় নিজেদের বিষয় সঙ্ক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্যে যদিও ‘আমাজন প্রাইম ভিডিও’ জানায় এই প্রস্তাব সম্পূর্ণ ভাবে অসমর্থনযোগ্য।

জানুয়ারী মাসের সতেরো তারিখে ‘আই এ এম এ’ এই সমস্ত অনলাইন বিনোদন মাধ্যম গুলির জন্যে একটি নির্দেশবিধি তৈরি করে তাদের মাধ্যমে সম্প্রচারিত হওয়া বিষয় গুলির স্বনিয়ন্ত্রনের জন্যে। যে নির্দেশবিধি অনুসারে এই অনলাইন মাধ্যমগুলি এমন কিছু সম্প্রচার করতে পারবেনা, যেগুলি ভারতের নির্দেশবিধি বা নিয়মকে অমান্য করছে বা ভারতীয়ও সংস্কৃতির প্রতি অসম্মানজনক। যে কারনে ‘হটস্টার’এর জনপ্রিয় অনুষ্ঠান, ‘Last Week Tonight With John Oliver ’ এর সাম্প্রতিকতম পর্ব আর দেখা যাবে না, কারন এই পর্বে সঞ্চালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর ‘ সংশোধিত নাগরিকত্ত্ব আইন’এর সমালোচনা করেছেন বলে শোনা যাচ্ছিলো।

সোমবারের এই বৈঠক সম্পর্কে মন্ত্রী জাভাড়েকর জানান যে, ‘আমাদের দেশে এই অনলাইন মাধ্যমগুলিতে সম্প্রচারিত বিষয়গুলির উপর নজর রাখা দরকার, বিশেষ করে যখন আমাদের দেশে বিনোদন সপরিবারে উপভোগ করে থাকে’।

যদিও ‘ডিজিটাল কনটেন্ট কমপ্লেইন কাউন্সিল’ বা ‘ডি শি শি শি’ এই মাধ্যমগুলির প্রতিনিধিদের জানায় যে তাদের সেন্সরশিপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারন সেরকম কোন নির্দেশবিধি থাকবে না, শুধুমাত্র তাদের এই বিষয়গুলিকে সঠিক বিভাজন ও সেই বিভাজন অনুসারে ভাগ করতে হবে যাতে প্রতিটি বিষয় বা অনুষ্ঠান বয়েস অনুযায়ী যাতে সহজে দেখা সম্ভব হয়। এরফলে এই বিষয়ে অভিযোগ ও তার নিয়ন্ত্রনে সুবিধে হবে।