Sholay: কেবিসির মঞ্চে শোলে সুপারহিট হওয়ার কারণ জানালেন অমিতাভ

0
243

মুম্বই: ইতিমধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে কেবিসি-র এই নতুন সিজন। জানা গিয়েছিল, এই সিজনের প্রত্যেক সপ্তাহে ‘শানদার শুক্রবার’ নামের বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে। যেখানে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসতে দেখা যাবে তারকাদের।

‘শানদার শুক্রবার’-র এই সপ্তাহের পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুই বিখ্যাত মানুষ। জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী এবং পরিচালক রমেশ সিপ্পি। এই কারণে এই দারুণ পর্বের নাম দেওয়া হয়েছে ‘শোলে রিইউনিয়ন’।

- Advertisement -

পৃথিবীতে মানুষ অনেক বিষয়ে বিভক্ত হতে পারে কিন্তু ১৯৭৫ সালের শোলে এক জাদু দেখিয়ে সিনেমাপ্রেমীদের এক বিষয়ে একমত হতে বাধ্য করেছে। ইতিমধ্যে আসন্ন পর্বের প্রোমোটি সোনি টিভির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছিল।

সেই ভিডিওতে হেমা মালিনী এবং রমেশ সিপ্পিকে “হট সিট” এর প্রতিযোগী হিসাবে দেখানো হয়েছে। এই মঞ্চেই তিন তারকার মুখ থেকে শোনা গেল শোলে হিট হওয়ার পিছনে যে কারণ রয়েছে তা। যা শুনে আপনি নিজেও অবাক হতে বাধ্য।

ভিডিওতে হেমাকে বলতে শোনা যায়, ” ছবিটি অনেক কষ্ট করেই তৈরি হয়। দুই বছর আগেই শুটিং শেষ হয়ে যায়। কিন্তু মুক্তি পায় ১৯৭৫’র ১৫ আগস্ট। কিছু কারণের জন্যই এত সময় লেগেছিল”। তারপরের ঘটনা নিজেই বলতে চান বিগ বি।

তিনি বলেন, “অনেকগুলি কারণে মুক্তি পিছিয়ে যাওয়ার পর শেষে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। যে জয়কে আবার বাঁচিয়ে দেওয়া হবে। আবার শুটিং হবে। কারণ সেই সময় এই বিধবা বিবাহ খুব ইমোশনাল বিষয়। তার জন্য এটি ভালো নাই হতে পারে। সিনেমায় যা ছিল তা হল যে অমিতাভ অর্থাৎ জয়ের মৃত্যু হবে আর অমিতাভ পত্নী জয়া বচ্চন বিধবা হয়ে যাবেন। এটা বড্ড গন্ডগোলের বিষয় এটাকে ঠিক করতেই হবে। এর জন্য ফের শুটিং করার কথা ঠিক হয়ে যায়”।

কিন্তু শেষ পর্যন্ত পরিচালক রমেশ বলেন,”যে দাঁড়িয়ে যাও দেখোই না সোমবার কি হয়। কারণ সোমবারই এর মুক্তির তারিখ ছিল”। শেষে সিদ্ধান্ত নেওয়ার পরেও নতুন করে তাই শুটিং করা হয়নি পরিচালকের কথায়। যা ছিল তাই দেখানো হয় আর তাতেই এক নতুন ইতিহাস রচিত হয় সিনেমার দুনিয়ায়। দারুণ হিট হয় এই সিনেমা।

এই পর্বে অমিতাভ বচ্চনকে শোলে থেকে আইকনিক সংলাপ পুন: প্রকাশ করে আসরানিকে শ্রদ্ধা জানাতে দেখা যায়। “ আংরেজো কে জামানে কে জেলার হ্যায় হাম। আধে ইধার যাও। আধে উধার জাও। বাকি হামারে সাথ আও, ” অমিতাভের এই কথা শুনে হেমা মালিনী এবং রমেশ সিপ্পি জোরে জোরে হাসতে লাগলেন।