লকডাউনে ফের কৃষিকাজে মন দিয়েছেন নওয়াজউদ্দিন

0
1159

লখনউ: লকডাউনে উত্তরপ্রদেশে বুধানায় নিজের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন নওয়াজ। সেখানেই তাঁর বাড়ি সংলগ্ন চাষের জমিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। জীবনের ২০ বছরেরও বেশি সময় ধরে কৃষিকাজ করেছেন নওয়াজ। আর সেই কৃষিতেই ফের মন দিয়েছেন অভিনেতা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, ৪৬ বছর বয়সী এই অভিনেতা চাষের মাঠে কাজ করার একটি ঝলক শেয়ার করেছেন। “আজকের মতো শেষ” ক্যাপশন লিখে একটি ভিডিও টুইটারে পোস্ট করেছে অভিনেতা।

- Advertisement -

এই ভিডিওতে দেখা গিয়েছে নওয়াজউদ্দিন দিনের শেষে কাজ করে হাত ধুচ্ছেন। কোদাল তুলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় নওয়াজকে।  তাঁর জামায় সারা দিনের চাষের পরে ঘামের দাগ, কাদার ছোপ দেখা যাচ্ছে।

অভিনেতার পরিবার কৃষিকাজই করতেন। নওয়াজউদ্দিন সিদ্দিকী নিজেও অল্প বয়সেই কৃষিকাজ শুরু করেছিলেন। তাঁর বাবা নবাবউদ্দিন সিদ্দিকীও কৃষক ছিলেন। কিন্তু সন্তানের উপযুক্ত শিক্ষার জন্য জোর দিয়েছিলেন তিনি। উত্তর প্রদেশের মুজাফফরনগরের বুধনা গ্রাম থেকে নওয়াজউদ্দিন প্রথম স্নাতক হন। এরপর অভিনেতা হওয়ার আকাঙ্ক্ষায় তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যোগ দিয়েছিলেন। এরপরে তাঁর অভিনয় জগতে যাত্রা শুরু হয়।

কোনও রকম কাজেই অভিনেতার কোনও আপত্তি নেই। তাই লকডাউনে অনেক দিন পর গ্রামের বাড়িতে ফিরে তিনি মন দিয়েছেন ফসল ফলানোর কাজে। সকাল থেকে উঠে মাঠে যান। ফেরেন একদম বিকেল বেলায়।

উল্লেখ্য, নওয়াজউদ্দিনকে সিদ্দিকীকে শেষ জি৫-এর ‘ঘুমকেতু’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।