লকডাউনের মধ্যেই শ্বশুরবাড়ি এলেন মিথিলা

0
13404

কলকাতা: বিয়ে হল বহুদিন হয়েছে। কিন্তু একসঙ্গে থাকতেন না। নানা কাজে ব্যস্ত এই দম্পতি শেষমেশ এক হলেন।  ৬ ডিসেম্বর ওপার বাংলার কন্যা এবং জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন সৃজিত। প্রায় সাড়ে পাঁচ মাস নানান আকজে ব্যস্ত থাকায় দেখা হয়নি তাঁদের। এবার লকডাউনের মাঝেই সীমান্ত কাঁটাতার পেরিয়ে স্বাধীনতা দিবসে অবশেষে ভারতে এল মিথিলা। দেখা হল দুজনের। সৃজিত নিজেই সেই কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন।

ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করে সৃজিত ক্যাপশনও বেঁধেছেন খাসা। লিখলেন, ”১৯৪৭ সালের ১৫ আগস্ট হিংসা-হানাহানির কারণে অনেককেই সীমান্ত পার হতে হয়েছিল। আর ২০২০ সালের ১৫ আগস্ট ভালোবাসার জন্য দুজন ফের দেশের সীমানা পার করলেন।”

- Advertisement -

শনিবার সকালে প্রয়োজনীয় নিয়মকানুন মেনেই বাংলাদেশ থেকে ভারতে আসেন রাফিয়াৎ রশিদ মিথিলা ও তাঁর মেয়ে আইরা তাহরিম খান।

জানা গিয়েছে, মেয়ে আইরাকেও নাকি কলকাতার এক নামী স্কুলে ভরতি করিয়েছেন সৃজিত। তাই আপাতত এদেশেই থাকবেন দুজনে। একসঙ্গে থাকবেন মিথিলা, সৃজিত এবং আইরা।

আসলে লকডাউনের কারণেই আন্তর্জাতিক বিমান চলাচল এখনও বন্ধ থাকায়  পদ্মাপারে আটকে পড়েছিলেন স্ত্রী মিথিলা। সঙ্গে ছিল মেয়ে আইরাও। আর দক্ষিণ আফ্রিকা থেকে ‘কাকাবাবু প্রত্যাবর্তন’-এর শুটিং থেকে ফিরে এযাবৎকাল গৃহবন্দি ছিলেন সৃজিতও। মাসের পর মাস দেখা হয়নি। অবশেষে ১৫ আগস্ট সীমান্ত পাড়ে দেখা হল দুজনের। ভারতের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশ থেকে সীমান্ত পার করে শ্বশুরবাড়ির দেশে চলে এলেন অভিনেত্রী, রাফিয়াত রশিদ মিথিলা।