বিয়ের পিড়িতে বসে সিগারেট খেয়েছিলাম, বিবাহ বার্ষিকীতে স্বীকারোক্তি শ্রীলেখার

0
777

খাস খবর ডেস্ক: টলিউডের অত্যন্ত জনপ্রিয় এবং দুষ্টু-মিষ্টি নায়িকা হলেন শ্রীলেখা মিত্র। ১৭ বছর আগে নভেম্বর মাসের ২০ তারিখে তাঁর বিয়ে হয়েছিল। যদিও সেই বিয়ে টেকেনি অভিনেত্রীর। তবে বিয়ের দিনের ছবিগুলি তাঁর কাছে রয়েছে। একই সঙ্গে রয়েছে সেই সময়ের স্মৃতি। আর সেই স্মৃতিচারণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন- লাস্যময়ী শ্রীলেখার কিছু আবেদনময়ী ছবি

- Advertisement -

বাংলা চলচ্চিত্র জগতের বেশ পরিচিত অভিনেত্রী হচ্ছেন শ্রীলেখা মিত্র। ৫০ ছুঁই ছুঁই বয়স নিয়েও পুরুষদের মনের অন্দরে ঝড় তোলার ক্ষমতা রাখেন তিনি। বহু মানুষের বিশেষ পছন্দের পাত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন এই বাঙালি অভিনেত্রী।

শুক্রবার নিজের বিয়ের দিনের দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীলেখা মিত্র। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আজ হতে পারতো আমাদের ১৭তম বিবাহ বার্ষিকী।” একই সঙ্গে তিনি আরও লেখেন, “আমার প্রাক্তন বেশ হ্যান্ডসাম না? তাইতো আর সেভাবে কাউকে মনে ধরল না।” অত্যন্ত সিরিয়াস এই পোস্ট নিয়ে দুঃখ প্রকাশ করা চলবে না বা বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানোও বারণ। এমন একটি বিধিসম্মত সতর্কীকরণ লিখে দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা। তিনি লেখেন, “স্যাড ইমোজি আর হ্যাপি অ্যানিভার্সারি বললে তৎক্ষণাৎ আনফ্রেন্ড করা হবে। বিধিসম্মত সতর্কীকরণ।”

আরও পড়ুন- ইলিশ খেয়ে স্বল্প বসনে ছবি পোস্ট শ্রীলেখার

সেই ছবিগুলির নিচে অভিনেত্রী শ্রীলেখার ঘনিষ্ঠ ব্যক্তিরাও মন্তব্য করতে শুরু করেন। যাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যিনি শ্রীলেখার বিয়ের সময়ে হাজির ছিলেন। তেমনই একজন হলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি কমেন্টে লিখেছেন, “সাক্ষী ছিলাম…(চোখ বাঁচিয়ে গোল্ড ফ্লেক… ইয়াদ হ্যায় গাব্লুস??)” ের পালটা জবাবে শ্রীলেখা মিত্র লিখেছেন, “বিয়ের পিড়িতে বসে সিগারেট খেয়েছিলাম? ওফফফ”

যদিও তেমনটা ঘটেনি। এমনই জানিয়েছেন বিয়ের সাক্ষী অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, “ওয়াশরুমে লুকিয়ে…!!” বিষয়টি যদিও গোপন থাকেনি। কোনও একজন অভিনেত্রী তা বুঝতে পেরে খুব তিরস্কার করেছিলেন। ওই অভিনেত্রী আবার সেই সময়ে কোনও একটি ধারাবাহিকে শ্রীলেখা মিত্রের শাশুড়ির চরিত্রে অভিনয় করছিলেন।

আরও পড়ুন- কাজ হারিয়ে নিজের জন্য সুপাত্র খুঁজছেন শ্রীলেখা

৩০টির বেশি পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বড় পর্দায় তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে। ১৯৯৮ সালে মুক্তি পায় ছবিটি। এরপরে আরও অনেক ছবিতে নায়িকার ছবিতে অভিনয় করেছেন তিনি। এখন নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। অভিনয়ের জন্য ২০০৭ সালে আনন্দলোক পুরস্কার লাভ করেন শ্রীলেখা মিত্র। একই সঙ্গে ২০০৭ সালে তিনি বিএফজেএ পুরস্কার লাভ করেন।