Manob Jomin: শুরু হল কবি শ্রীজাতর প্রথম ছবির শুটিং

0
182

পূর্বাশা দাস: শুরু হল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’র (Manob Jomin) শুটিং। প্রথম দিনের শুটিংয়ের ছবি শেয়ার করলেন খোদ পরিচালক।

- Advertisement -

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:

কবি-গীতিকার শ্রীজাত বসতে চলেছেন পরিচালকের চেয়ারে। নিজের লেখা রম-কম ‘মানবজমিন’ দিয়ে পরিচালনায় অভিষেক হল শ্রীজাতর।

শ্রীজাতর প্রথম ছবি অনেক কিছু ‘প্রথম’এর সঙ্গে যুক্ত। মানবজমিনে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। জুটি হিসেবে পরমব্রত-প্রিয়াঙ্কার এটি প্রথম ছবি।

মানবজমিন প্রযোজনা করছেন রানা সরকার। ছবির গান লেখার দায়িত্ব নিজের হাতেই রাখছেন শ্রীজাত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার।

কবি গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবিতে অভিনয় করবেন পতি পত্নী দূর্বা বন্দ্যোপাধ্যায়। ‘মানবজমিন’ (Manob Jomin) ছবি দিয়েই শ্রীজাত জায়া দূর্বার বড় পর্দায় অভিনয় যাত্রা শুরু হচ্ছে।

আরও পড়ুন: Covid Positive: কোভিড আক্রান্ত বলি অভিনেত্রীর বাড়ি সিল করল বিএমসি

আরও পড়ুন: Chanchal Chowdhury: ঈদে পাপ-পুণ্য’র হিসেব মেলাবেন চঞ্চল চৌধুরী