Mamata Banerjee: ৬৭তে পা মুখ্যমন্ত্রীর, প্রিয় ‘দিদি’কে শুভেচ্ছায় ভরিয়ে দিল টলিউড

0
2159

পূর্বাশা দাস: আজ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তৃণমূল সুপ্রিমো মমতা ৬৭ বছর পদার্পণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই বিনোদন জগতের যথেষ্ট হৃদ্যতা লক্ষ্য করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টলিউডের এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

আরও পড়ুন: করোনার কোপে বেসামাল টলিউড, আক্রান্ত পরমব্রত-রুদ্রনীল

- Advertisement -

তাদের নিরাশ করেননি মমতাও। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছেন তাদের। তৃণমূল কংগ্রেসের টিকিটে অভিনেতা দেব, মিমি চক্রবর্তী নুসরত জাহান, শতাব্দী রায়, বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়, মুনমুন সেন লোকসভার সদস্য হয়েছেন। দেব, মিমি, নুসরত বর্তমানেও তৃণমূল কংগ্রেসের সাংসদ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও পূর্বে ট্রেন্ড বজায় রেখে, প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও টলিউডের একঝাঁক তারকা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তাদের মধ্যে অন্যতম পরিচালক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর বিধানসভা আসন থেকে রাজকে প্রার্থী করেছিলেন মমতা। এছাড়াও উত্তরপাড়া থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হন কাঞ্চন মল্লিক। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র টলিপাড়ার পরিচিত মুখ। এছাড়াও অভিনেত্রী সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেসের তরফে টিকিট পান। টিকিট না পেলেও মমতার ভীষণ কাছের অভিনেত্রী রনিতা দাস। তাই সহজেই অনুমেয় মমতার সঙ্গে টলিপাড়ার সুদৃঢ় বন্ধনের কথা।

তাই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন টলিউডের সেলেবরা। সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী মমতার সঙ্গে ছবি শেয়ার করেছেন। মিমি লিখেছেন, “শুভ জন্মদিন দিদি। সুস্থ থেকো, ভালো থেকো কারণ তোমার ছত্রছায়ায় সুরক্ষিত আমরা সবাই।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনা কুমার। দাপুটে তৃণমূল নেতা, রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমারের মেয়ে দেবলীনা। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী রনিতা দাস।