মাধুরীর ওয়েব সিরিজের নাম বদল, আসছে The fame Game

0
404

বিনোদন‌ ডেস্ক : বলি ডিভা মাধুরী দীক্ষিত এখন ওটিটি প্লার্টফর্মে। সম্প্রতি মুক্তি পেতে চলেছে বলিস্টার মাধুরী দীক্ষিতের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’। যদিও পূর্বে এই সিরিজের নাম ছিল ‘ফাইন্ডিং অনামিকা’ পরবর্তীকালে সেই নাম পরিবর্তন করে হয় ‘দ্য ফেম গেম’।

একটি স্টারের গল্প বলবে ‘দ্য ফেম গেম’। খ্যাতি , ঐশ্বর্যের পর্দার পিছনে লুকিয়ে থাকে একটি কঠিন সত্য। সেই সত্যের উদঘাটনেই এই সিরিজ ‘দ্য ফেম গেম’।এই সিরিজে অনামিকা আনন্দ নামক একটি বলিউড স্টারের জীবন কাহিনী তুলে ধরা হবে । তার জীবনের ওঠা-পড়া , খারাপ-ভালো সমস্ত কিছু থাকবে এই সিরিজে।বলিউডের সবচেয়ে বড় তারকা অনামিকা আনন্দের জীবনের আসল সত্যটা কী? তা প্রকাশ্যে আনবে ‘দ্য ফেম গেম’। এই সিরিজে অনামিকা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, মাধুরী দীক্ষিতকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর, মানব কৌল, লক্ষবীর শরণ সহ মুসকান জাফেরি এবং সুহাসিনী মুলিকেও।

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene)

‘দ্য ফেম গেম’র গল্প লিখেছেন শ্রী রাও। পরিচালনায় আছেন বেজয় নাম্বিয়ার এবং কারিশমা কোহলি। এদিন সিরিজের পোস্টার শেয়ার করে নিজের চরিত্র সম্পর্কে অভিনেত্রী লেখেন, “আজনবি সি হ্যায় উস্কি দুনিয়া। আনকাহি সি হ্যায় উসকি কাহানি। পার আব উও আ রাহি হ্যায় আপনি কাহানি লেকার দুনিয়া কে সামনে।” চলতি বছরে আগামী ২৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্স থেকে মুক্তি পাবে ‘দ্য ফেম গেম’।