লতা মঙ্গেশকরের জন্মদিন স্পেশাল, বর্ষণমুখর সন্ধ্যায় কিছু কালজয়ী প্রেমের গান

0
103

পূর্বাশা দাস: আজ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯২তম জন্মদিন। বর্ষীয়ান এই সঙ্গীত শিল্পীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে গুণমুগ্ধ সকলেই। ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর জন্মেছিলেন লতাজি। ১৯৪৫ সাল থেকে শুরু হয় তাঁর সঙ্গীতের সুরেলা কেরিয়ার। সেই শুরু থেকে আজ অবধি অসংখ্য অসংখ্য গান কালজয়ী হয়েছে কিংবদন্তি এই শিল্পীর কন্ঠে।

মহান এই শিল্পীর জন্মদিনের বর্ষণমুখর সন্ধ্যায় শুনে নিতে পারেন তাঁরই কিছু বিখ্যাত গান। যা এক নিমেষে আপনার বিগড়ে যাওয়া মুড ঠিক করে দিতে পারে। হৃদয়ে প্রেমের দোলা লাগাতে পারে।

- Advertisement -

আপনার বাকেট লিস্টে রাখতে পারেন ‘আঁধি’ ছবি থেকে গুলজারের কথায় আর. ডি বর্মনের সুরে “তেরে বিনা জিন্দেগি সে কোইই”। এছাড়াও এই ছবিরই অপর একটি গান “তুম আ গ্যয়ে হো নুর আ গ্যয়া…”

মাসুম ছবির অনবদ্য গান “তুঝসে নারাজ নেহি জিন্দেগি…”। রাহুল দেব বর্মনের সুরে গুলজারের কথায় আজও এই গান এক অমর সৃষ্টি হয়ে রয়েছে।

“এক প্যেয়ার কা নাগমা হ্যয়” শুনলে মন রোম্যান্টিক হতে বাধ্য। ১৯৭২ সালের ‘শোর’ ছবির এই গান কম্পোজ করেছিলেন লক্সমিকান্ত প্যেয়ারে লাল।

১৯৬৪ সালের ছবি ‘উয়ো কৌন থি ছবি থেকে “লগ্ যা গলে…” চিরকাল প্রেমের গানের তালিকায় বেশ উপরের দিকেই থাকবে।

দু’হাজারের গোড়ার দিকের চূড়ান্ত জনপ্রিয় গান “হম কো হমি সে চুরালো”। মহব্বতেঁ ছবির এই গানকে প্রেমের গানের তালিকা থেকে বাদ দেওয়া খুব কঠিন।

আরও পড়ুন: পদ্ম শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন অভিনেতার, টলিউডেও দল বদলের জোর জল্পনা

বাইরে বৃষ্টির সঙ্গে ধোঁয়া ওঠা কফি কাপ হাতে আপনার সঙ্গীর চোখের দিকে তাকিয়ে বলে উঠতেই পারেন “কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি…”। লতা মঙ্গেশকর এবং মান্না দে এর দ্বৈত কন্ঠে ‘শঙ্খবেলা’  ছবির এই গানের মাদকতা আজও অটুট।