‘দেবী’র হাত ধরে ডিজিটাল ডেবিউ কাজলের

0
156

মুম্বই: সমাজে হয়ে চলা নারীদের ওপর নৃশংসতার বাস্তবকে বড়পর্দায় তুলে ধরেছেন বহু পরিচালক। এবার এমনই এক মহিলাকেন্দ্রিক ছবি মুক্তি পেল ডিজিটাল প্ল্যাটফর্মে। লার্জ ব্যারেল শর্ট ফিল্মস-এর স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দেবী’ মুক্তি পেল ইউটিউবে।

এই ছবিতে দেখা যাচ্ছে ৯জন মহিলাকে, তাঁদের কথোপকথনেই খুব স্পষ্ট যে তাঁরা সমাজের নানান স্তরে নানানভাবে নিপীড়িত, তাঁদের নানান ধর্ম, নানা ভাষা। এরকম পরিস্থিতিতেও তাঁদের মধ্যে বিভিন্ন রকম অনুভূতির বহিঃপ্রকাশ।

- Advertisement -

এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কাজল, নেহা ধূপিয়া , শ্রুতি হাসান প্রমুখ। এদেরকে অভিনয় করতে দেখা গেছে সমাজের বিভিন্ন রকমের নিপীড়িতের চরিত্রে। যেখানে কেউ গার্হস্থ্য হিংসার শিকার, কেউ ধর্ষণের শিকার, কাউকে আবার পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সমস্ত অত্যাচার সহ্য করেও তাঁরা এখনও বাঁচতে ভোলেননি।

যেন মহিলাদের ক্যাম্প, জড়ো হয়েছেন সমস্ত নৃশংসতার শিকারে ভেঙে পড়া আত্মাগুলো, তারপর একসাথেই নিজেদের জীবন্ত করে তুলছে তাঁর। এরকম একটা সংসার যার কর্তৃত্বের দায়ভার যার ঘাড়ে পড়েছে সেই চরিত্রেই অভিনয় করেছেন কাজল।

ডিজিটাল দুনিয়ায় কাজলের এটিই প্রথম কাজ। তিনি জানান, ‘জ্যোতি’ চরিত্রটার সঙ্গে তাঁর নিজের কোনও মিল নেই তবে এমন ঘটনার শিকার অনেকেই হন। বাঙালি পরিচালক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের এই ‘দেবী’ ছবি আজকের সমাজের বাসতব রূপের ভয়াবহতা কে জয় করারই গল্প।