Exclusive: ‘সময় থাকলে আমি এখন প্রেম করতাম’- অকপট যীশু সেনগুপ্ত

0
247

অর্পিতা দাস: ৪০ বছর বয়সে এসেও নতুন করে প্রথম প্রেমের মত প্রেমে পড়া যায়, সময় থাকলে নাকি আবার প্রেম করতেন অভিনেতা যীশু সেনগুপ্ত- খাসখবরের আড্ডায় প্রথমবার প্রেম নিয়ে কথা জানালেন যীশু।

প্রেমের মাসে মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত যীশু সেনগুপ্ত এবং সোলাঙ্কি রায় অভিনীত বাবা ও। এই সিনেমাতে দর্শকরা দেখতে পাবেন এক বাবার (single father) প্রেমের গল্প। খাসখবরের সঙ্গে বিশেষ আড্ডায় প্রেম নিয়ে কথা বললেন যীশু সেনগুপ্ত। চল্লিশ বছরের মেঘরোদ্দুর প্রেমে পড়ছেন কুড়ি বছর বয়সের এক যুবতী বৃষ্টির, মেঘের প্রেমটা যেন সেই প্রথম প্রেমের মত।

যাকে দেখে সে ভুলে যায় গানের লাইন, দূর থেকে যার এক ঝলক দেখলেই বেড়ে যায় হৃদপিন্ডের ধুকপুকানি, তার ব্যাবহৃত যেকোনো জিনিস ছুঁতে পারলেই এক অদ্ভুত অনুভূতি জাগে মেঘের মনে। তবে ৪০ এ পৌঁছে প্রেমে পড়লে সত্যিই কি এই অনুভূতিগুলো হয়? এই প্রশ্নের উত্তরে যীশু সেনগুপ্ত খাসখবরকে জানিয়েছেন, ‘আমার মনে হয় অবশ্য‌ই হয়, কারণ প্রেমের কোন বয়স হয় না, তবে এই বয়সে পৌঁছে মানুষেরা এই অনুভূতি গুলো প্রকাশ করতে চান না, না হলে যেকোনো বয়সে প্রেমে পড়লে এমনটাই হয়। আমার নেহাত সময় নেই এখন, না হলে আমিও প্রেম করতাম, যদিও এই কথা শুনলে নীলাঞ্জনা পেটাবে আমায় (হাসি)।’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন এই অভিনেতা, তাই এই কথা শুনলে তাঁর অনুরাগীরা যে দারুণ খুশি হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সত্যি এই মুহূর্তে অন্যতম ব্যস্ত অভিনেতা যীশু সেনগুপ্ত, টলিউডের পাশাপাশি বলিউড এমনকি তেলেগু ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ করছেন যীশু, তাই বেশিরভাগ সময়টাই এখন শহরের বাইরে কাটাতে হয় এই অভিনেতা কে। তবে এর মাঝেও (প্রেমের জন্য) একটু সময় পেলে মন্দ হতো না, কারণ প্রেমে পড়া যে বারণ নয় তা তো নিজেই বলে দিলেন যীশু সেনগুপ্ত।

- Advertisement -