সমস্যা মস্তিষ্কের স্নায়ুজনিত, ফের শারীরিক অবস্থার অবনতি সৌমিত্রর

0
917

কলকাতা: কয়েকদিন আগেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার চিকিৎসকরা জানিয়েছেন, গত চব্বিশ ঘন্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কে হঠাৎ স্নায়ুজনিত সমস্যা দেখা দিয়েছে। এবং তার ফলে শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেতা। করোনা মুক্ত হলেও ক্যানসার পুনরায় ছড়িয়ে যাওয়ার ফলে সেখানেই রয়েছেন তিনি।

- Advertisement -

এদিন ওই হাসপাতাল সূত্রে জানাগিয়েছে, গ্লাসগো কোমা স্কেলে এই অবনতি ধরা পড়েছে। মস্তিষ্ক কতটা সাড়া দিচ্ছে তা এ ভাবে বোঝা যায়। জানা গিয়েছে, এই সূচক ১১ পর্যন্ত উঠেছিল, তারপর আবার নামতে শুরু করেছে। তবে স্বস্তির বিষয় হল, শারীরবৃত্তীয় ভাবে তিনি ভাল রয়েছেন। বাকি প্যারামিটার গুলিও ঠিকঠাক রয়েছে বলেই খবর।

উল্লেখ্য, প্রথম থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য পাঁচ জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি টিম গঠন করা হয়েছিল। তাঁদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি। জানা গিয়েছে, ফের স্টেরয়েড সহ অন্যান্য আরও কিছু ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে।