মিষ্টি পালটে বিরিয়ানি লাল্টু বিশ্বাসের হাতে, নতুন চমক ‘হামি ২’-তে

0
692

কলকাতা: শিবপ্রসাদ মুখোপাধ্যায় মানেই এক নতুন ভাবনা। আর তাতে যদি সঙ্গ দেয় নন্দিতা রায় তাহলে মন্দ কি! ব্যাপারটা কিন্তু বেশ দারুণ হয় যা দর্শকের মন জয় করতে একেবারে বাধ্য। ‘হামি’ দেখলেই তা বোঝা যায়। কীভাবে তাঁরা বাচ্চা থেকে বুড়ো সকলের মনে আনন্দের ছাপ বসিয়েছে।

 

- Advertisement -

করোনা আবহে ঘরবন্দি শিশুরা। সবচেয়ে বেশি মন খারাপ ওদের। তাই ওদের মুখে হাসি ফোটাতেই আবারও আসতে চলেছে ‘হামি ২’। চলতি বছরের ১৪ নভেম্বর শিশু দিবসে প্রকাশ্যে আসছে এই ছবির পোস্টার। এবার ছবিতে দেখা যাবে নাম করা মশলা প্রস্তুতকারী এক সংস্থার নাম।

পরিচালক বলেছেন,” এটি ছবির একটি অংশ। শুটিং এখনও বাকি”। তবে ছবির অন্যতম আকর্ষণ ভুতু ভাইজানকে কি আবারও দেখা যাবে। নাকি অন্য কেউ এবার সেই ভূমিকায় তা অবশ্য এখনও কিছু জানা যায়নি।
তবে লাল্টু বিশ্বাস কী উপহার দেবে কাউন্সিলারকে?

 

তা কিন্তু জানা গিয়েছে। প্রথমেই এই বিষয়ে মুখ খুলতে চাননি অফ স্ক্রিন লাল্টু ওরফে শিবপ্রসাদ। দর্শককেই বুদ্ধি বের করার কথা বলেছেন তিনি। তবে মানুষের যে এটি প্রিয় খাবার সে বিষয়ে হালকা আভাস দিয়েছেন বটে।

 

উল্লেখ্য, মিষ্টির হাঁড়ি হাতে দেখা গিয়েছিল হামি-র তারকা চরিত্র লাল্টুকে। মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল লাল্টু। তাই আবারও সকলের নাগালে বিরিয়ানির হাঁড়ি হাতে তিনি কাউন্সিলারের বাড়িতে।

 

প্রসঙ্গত, কেরিয়ারের ২৫ বছর শিবুর। অন্য দিকে এবার মিষ্টির হাঁড়ি ছেড়ে অন্য হাঁড়ি ধরলেন তিনি। মশলার সঙ্গে, যোগ থাকায় বিরিয়ানির কথা মাথায় আসতেই মুচকি হাসি তাঁর। ২৫ বছর আগে ঠিক বিজ্ঞাপনী সংস্থার হয়েই সামনে এসেছিলেন তিনি। আজ সেই সংস্থাই অন্যরকম ভাবে আবারও তাঁর হাত ধরেই ফিরলেন সিনেমায়।

 

‘হামি’-র মাধ্যমেই জনপ্রিয় হয়েছিলেন লাল্টু বিশ্বাস। এবার তিনি ব্র্যান্ডেড কোম্পানির বিরিয়ানি মশলার বিজ্ঞাপনের মুখও। সংস্থার দাবি, এর আগে কোনও বাংলা ছবির চরিত্র এভাবে বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠেনি।