চুল নারীর আসল সৌন্দর্য নয়, নয়া লুকে আত্মবিশ্বাসী ঐন্দ্রিলা

0
299

অর্পিতা দাস: হাসিমুখে মনের জোরে কিভাবে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হয় শিখিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বয়স খুব বেশী না হলেও জীবনের সঙ্গে লড়াই প্রচুর, কিন্তু থামার পাত্রী তিনি নন। তাই ক্যানসারের জন্য চুল কেটে আগের থেকেও বেশি আত্মবিশ্বাসী ও সুন্দরী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

সরস্বতী পুজোর দিন থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা, দিল্লিতে এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জানতে পারেন দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত তিনি। প্রথমে ভেঙে পড়লেও জানতেন লড়াইটা তাঁকে চালাতেই হবে।

- Advertisement -

তাই ক্যানসারকে চ্যালেঞ্জ জানিয়ে ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে ফের অভিনয় শুরু করেন তিনি। তাঁর এই মনের জোরের জন্য আজ বহু মানুষের কাছেই তিনি অনুপ্রেরণা। নিজের চেহারা নিয়ে অনেকেই হীনমন্যতায় ভোগেন আজ‌ও।

অতিরিক্ত ওজন বা চুল পড়া এইসব সমস্যার জন্য নিজেকে একঘরে করে দেন বহু মানুষ। কিন্তু সেই সৌন্দর্যের সংজ্ঞা বদলালেন ঐন্দ্রিলা। বাহ্যিক সৌন্দর্য নয় বরং আসল সৌন্দর্য থাকা উচিত মনে, মগজে। নিজের সব চুল কেটে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে এই কথাই প্রমাণ করলেন ঐন্দ্রিলা।

তবে এই লড়াইতে বরাবর নিজের কাছের মানুষদের পাশে পেয়েছেন ঐন্দ্রিলা। অভিনেতা সব্যসাচী চৌধুরী নতুন ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই ক্ষেত্রে নজির গড়েছেন ঐন্দ্রিলার প্রিয় বান্ধবী পারমিতা। ঐন্দ্রিলার জন্য নির্দ্বিধায় তিনিও মাথার সব চুল কেটে ফেলেন।

প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয়তো ঐন্দ্রিলার পাশে এই ভাবে সকলেই আছেন। এই ভাবেই হাসিমুখে ঐন্দ্রিলা হারিয়ে দিক মারণ রোগ ক্যানসারকে। টিম খাসখবরের পক্ষ থেকে রইল এই শুভকামনা।