গৌতম ঘোষের পরিচালনায় সম্পর্কের টানাপোড়েনের গল্পে গার্গী রায়চৌধুরী

0
225

অর্পিতা দাস: জীবনের এক অচেনা অধ্যায় পেরিয়ে আসার পর ‘সময়ের স্মৃতিমালা’ বুনতে চলেছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, না নিজের নয় বরং এক স্কুল শিক্ষিকা সুমিতার। গৌতম ঘোষের পরিচালনায় স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সময়ের স্মৃতিমালা’য় কাজ শুরু করলেন গার্গী রায়চৌধুরী।

কয়েক মাসের লকডাউন বদলে দিয়েছে মানুষ, বদলেছে সম্পর্ক। এমন‌ই কোনও এক বদলানো সম্পর্কের গল্প নিয়ে পরিচালক গৌতম ঘোষ বানাচ্ছেন তাঁর নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘সময়ের স্মৃতিমালা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন গার্গী রায়চৌধুরী এবং সুমন মুখোপাধ্যায়।

- Advertisement -

একজন স্কুলশিক্ষিকা সুমিতার চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী। ইতিমধ্যেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হয়ে গিয়েছে তিন দিনের শুটিং। মার্চ মাসের শুরুতেই কলকাতার অত্যাধিক গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর।

পুরুলিয়ায় এই সময় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবুও এই গরমে রোদে পুড়ে চলছে শুটিং। তবে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর সব শারীরিক ক্লান্তি উধাও হয়ে যায় যখন তিনি পরিচালক গৌতম ঘোষের থেকে শোনেন তাঁর কাজ নিয়ে একটাই কথা- “গার্গী দারুণ”।

একথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। বহুদিন পর শুটিং শুরু করলেন গার্গী রায়চৌধুরী। তবে এই ছবিতে শুধু অভিনয়ই নয়, নিজে গান‌ও গাইলেন তিনি। রেকর্ডিং‌ও সেরে ফেলেছেন দুটি রবীন্দ্র সংগীতের, প্রথমটি ‘এ পরবাসে রবে কে’ এবং দ্বিতীয়টি ‘বিপুল তরঙ্গ রে’।