প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক

0
75

বিনোদন ডেস্ক: ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় পরিচালক ইসমাইল শ্রফ। গত মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারকার মৃত্যুকালীন বয়স ছিল ৬২। জানা গিয়েছে, বার্ধক্য জনিত অসুস্থতার কারণে প্রয়াত হন ইসমাইল বাবু।

জানা গিয়েছে, প্রায় এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, পরিচালককে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালেও ভর্তি করা হয়। পরে সুস্থ্যও হয়ে যান তিনি, কিন্তু শেষ রক্ষা আর হল না। বলিউডের জনপ্রিয় পরিচালক ছিলেন ইসমাইল শ্রফ। আহিস্তা আহিস্তা, জিদ, আগার, গড এন্ড গান, পুলিশ মজদুর, মাজধার, দিল আখির দিল হ্যায়, বুলন্দি, নিশ্চাই, সূর্যা এবং ঝুটা সাচ-এর মতো ছবি পরিচালনা করেছেন। ২০০৪ সালে থোড়া তুম বাদলো থোড়া হাম ছিল তাঁর শেষ ছবি। গোবিন্দার প্রথম ছবির পরিচালনা করেন ইসমাইল।

- Advertisement -

পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, গোবিন্দা, পদ্মিনী কোলাপুরী, অশোক পণ্ডিত। গোবিন্দার প্রথম ডেবিউ ছবির পরিচালনা করেন ইসমাইল। পরিচালকের মৃত্যুতে গোবিন্দা লিখেছেন,‘আমি খুবই দুঃখিত। ওনার ছবির হাত ধরেই আমার কেরিয়ার শুরু হয়েছিল। চিরনিদ্রায় শান্তিতে থাকুক। তিনি শুধু আমাকে কাজই নয় আমার প্রতি বিশ্বাসও রেখেছিলেন। আমাকে গোবিন্দ থেকে গোবিন্দা বানানোর পিছনে তাঁর বড় ভূমিকা রয়েছে।’