হাসপাতালে ভর্তি বাবা, পেশাদারিত্ব বড় দায় তাই কলকাতায় এলেন চঞ্চল

0
43

বিনোদন ডেস্ক: কাজের দায়িত্ব, বাবার দায়িত্ব বড় দায় যে সব সামাল দিয়েই তাই কলকাতায় চঞ্চল চৌধুরী। ২৮ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর সেই উৎসবে যোগ দিতে কলকাতায় হাজির চঞ্চল। সেরিব্রাল অ্যাটাক হয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবার। হাসপাতালে এই মুহূর্তে লড়ছেন বাবা। বাবার চিন্তা মাথায় নিয়েই কাজের স্বার্থে হাজির তিনি।

কিছু দিন আগে আসন্ন ওয়েব সিরিজ ‘কারাগার ২’ এর সাংবাদিক বৈঠকে কলকাতায় এসেছিলেন চঞ্চল চৌধুরী। সে সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি অবশ্যই আসবেন। শেষমেশ কথা তিনি রেখেছেন উপস্থিত হয়েছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গত বুধবার শহরে অনুষ্ঠিত হয়েছিল ‘হাওয়া’ নিয়ে সাংবাদিক সম্মেলন। শুক্রবার মুক্তি পাচ্ছে চঞ্চলের ছবি ‘হাওয়া’।

- Advertisement -

বুধবার ‘হাওয়া’ নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল চৌধুরী। বাবার অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বলে তিনি জানিয়েছিলেন। এরপর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নাও আসতে পারেন চঞ্চল এমন কথা শোনা গিয়েছিল, কিন্তু পেশার দায়ে বাবার অসুস্থতার চিন্তা নিয়েই কলকাতায় হাজির হয়েছেন তিনি। বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবে চঞ্চল চৌধুরীকে বরণ করে নিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়।

গোটা অনুষ্ঠান জুড়ে মুখে হাসি নেই চঞ্চলের। কপালে চিন্তার ভাঁজ। যতোই হোক বাবা যে, তাই মন ভাল নেই। বাবার অসুস্থতার পর ফেসবুকে একটি পোস্ট করেন চঞ্চল চৌধুরী লেখেন, “বাবা স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের মাঠ, গাছপালা, স্কুল, ঘর, বইপত্র, সব কিছুকেই পৈতৃক সম্পত্তি ভাবতাম। একজন সৎ এবং স্বনামধন্য শিক্ষক হিসেবে আমার বাবাকে এলাকায় সবাই এক নামে চিনত, এখনও চেনে। ” চঞ্চলের সহজ কথা, বাবাকে হাসপাতালে রেখে কোন সন্তান ভাল থাকতে পারে না। আমিও ভাল নেই। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক চঞ্চল চৌধুরী বাবা এমনটাই কামনা চঞ্চল অনুগামীদের।