কঙ্গনার অফিসে BMC-এর হানা

0
3034

মুম্বই: সম্প্রতি মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে সমস্যায় পড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শিবসেনার তরফে তাঁকে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে। এই পরিস্থি্রিস্থিতিতে ‘কুইন’-এর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

কঙ্গনা রানাউতকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার দিনেই মুম্বইয়ে তাঁর অফিসে তল্লাশি চালাল বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি)। বিএমসি পুরসভা সূত্রে জানা গিয়েছে , পুরসভার সমস্ত নিয়মবিধি মেনে অভিনেত্রী অফিস তৈরি করেছেন কিনা তা দেখতেই এই অভিযান। অবশ্য তা মানতে চাইছেন না
বলি অভিনেত্রী কঙ্গনা।

- Advertisement -

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন কঙ্গনা রানাউত। সেখানে তিনি তুলে ধরেছেন কী ভাবে জোর করে ঢুকে পড়েছেন বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা।শুধু তাই নয় সবদিক ভালোভাবে পরিদর্শনও করছেন তাঁরা। অভিনেত্রী লিখেছেন, “এটাই মনিকর্ণিকা ফিল্মসের মুম্বইয়ের অফিস। ১৫ বছর ধরে কঠোর পরিশ্রম করার পর আমার উপার্জনের টাকা দিয়ে আমি তা বানিয়েছি। আমার একটাই স্বপ্ন ছিল, যখন আমি ছবি নির্মাতা হব, তখন আমার নিজের অফিস থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্ন গুঁড়িয়ে যাবে, আচমকাই বৃহন্মুম্বই কর্পোরেশনের কিছু লোক এসে আজ হাজির হয়।”

কঙ্গনার অভিযোগ মহারাষ্ট্র সরকার বদলা নিতে চায় । আর সেই মনোভাব থেকেই বিএমসি এই তল্লাশি চালিয়েছে। তিনি বলেছেন, ” হটাৎই ওরা জোর করে আমার অফিসে ঢুকে পড়ে। সবকিছু দেখছিল ভালোভাবে, আমার প্রতিবেশীরা আপত্তি করলে তাঁদেরও হেনস্থা করা হয়।”

এর পর আরও একটি ভিডিও দেখিয়েছেন তিনি যা তাঁর টিম পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, “ওখানে যে আধিকারিকরা এসেছিলেন, তাঁরা খুবই খারাপ ভাষা ব্যবহার করছিলেন। আর বলছিলেন যে  ম্যাডাম রয়েছেন তাঁর কৃতকর্মের ফল সবাইকে ভুগতে হবে”। কঙ্গনা আরও জানিয়েছেন তাঁকে জানানো হয়েছে যে আগামীকাল ওই অফিস ভেঙে দেওয়া হবে। পোস্টে তিনি দাবি করেছেন তাঁর অফিসে বেআইনি কিছু নেই।

আপাতত হিমাচলপ্রদেশে নিজের বাড়িতে রয়েছেন কঙ্গনা রানাউত। ৯ সেপ্টেম্বর তাঁর মুম্বই ফেরার কথা। তাঁকে মুম্বই ফিরতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। পাল্টা হুমকি দেন কঙ্গনাও। কারও ক্ষমতা থাকলে তাঁরা যেন তাঁর ফেরা আটকে দেখান বলে মন্তব্য করেছিলেন বলি সেলেব।