এবার নয়া যাত্রা ‘বাহুবলী’-র, ওটিটিতে পদার্পণ এই সিনেমার

0
102

মুম্বই: ‘বাহুবলী’র দুটি সিজন দেখেও যাঁদের মন ভরেনি, যাঁদের মনে হচ্ছে যে আরও একটি পার্ট আসলে ভালো হত। এই ভাবনা যাঁরা মনে মনে ভাবছেন তাঁদের জন্য সুখবর। আসছে ‘Baahubali Before The Beginning’। এটি এই সিনেমার তৃতীয় পার্ট নয়। এটি আসলে ওয়েব সিরিজের আকারে তৈরি হয়েছে।

এই ওয়েবসিরিজ নিয়ে দর্শকের মনে উত্তেজনার কোনও শেষ নেই। কয়েকমাস আগে এই ওয়েব সিরিজ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। প্রথমদিকে বেশ খানিকবার বাধাপ্রাপ্ত হওয়ার পর অবশেষে ট্র্যাকে ফিরেছে এই ওয়েব সিরিজের কাজ। বেশ কিছু বড় পরিবর্তন হয়েছে সিরিজটিতে।

- Advertisement -

এবং এই ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব কোনও একজনের হাতে যাচ্ছে না। যদিও এটি রাজামৌলি পরিচালিত নয় কুণাল দেশমুখ এবং রিভু দাশগুপ্তর পরিচালনায় দর্শক দেখতে পারবেন ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং’। ‘Jannat’, ‘Jannat 2’, ‘Shiddat’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। আর রিভু দাশগুপ্তের পরিচালনায় ‘দ্য গার্ল অন ট্রেন’ তো মোটামুটি সবারই দেখা।

বেশ কিছুদিন আগেই আনন্দ নীলকান্তন একটি উপন্যাস লিখে ফেলেছিলেন সেটির নাম ‘রাইজ অফ শিবগামী’। অর্থাৎ, যেখানে থাকছে শিবগামীর রানি হয়ে ওঠার গল্প। নীলকান্তন জানিয়েছেন তাঁর কাহিনি ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর ৩০ বছর আগেকার ঘটনা।

এ কারণেই এই কাহিনিতে বাহুবলী চরিত্রটির কোনও অস্তিত্ব নেই। এই কাহিনিতে অস্তিত্ব আছে শুধুমাত্র শিবগামী এবং কাটাপ্পার। এই সিরিজের কাহিনি যখন শুরু হচ্ছে তখন কাটাপ্পার বয়স মাত্র ২০। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র শিবগামী।

ছবিতে প্রযোজকের দায়িত্ব সামলাচ্ছেন এসএস রাজামৌলি। এই সিরিজ নির্মাণের জন্য এসএস রাজামৌলি এবং নেটফ্লিক্স সংস্থা যে দলটি তৈরি করেছেন, তাঁরাই অতীতে ওই গ্র্যাঞ্জার তৈরি করেছিলেন বড় পর্দার জন্য।

এর মধ্যে রয়েছে অর্ক মিডিয়া ওয়ার্কস এবং সহপরিচালক দেবা কাট্টা এবং প্রবীণ সাতারু। ওয়েব সিরিজ হলেও বেশ বড়সড় স্টারকাস্ট ও গ্রাফিক্স টিম হায়ার করছেন নির্মাতারা। যদিও, ২০২১ সালে তা আদৌ মুক্তি পাবে কি না, তা এখনও জানা যায়নি।