করোনায় আক্রান্ত ‘পাণ্ডব গোয়েন্দা’ খ্যাত অভিনেত্রী অপরাজিতা ঘোষ

0
165

কলকাতা: দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল অবস্থা মানুষের। সারা দেশে এখন করোনার জন্য হাহাকার পড়ে গিয়েছে। এর মধ্যে তৃতীয় ঢেউ আসন্ন। যেখানে প্রতিদিন প্রায় তিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন, সেখানে কম পড়তে শুরু করেছে অক্সিজেন, করোনা চিকিৎসার ওষুধ ও হাসপাতালের বেড।

ডাক্তাররা নিজেদের অসহায় বোধ করছেন। প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। কোনও ভাবেই সংক্রমণ আটকানো যাচ্ছে না। সাধারণ মানুষ থেকে একের পর এক নেতা-অভিনেতা-অভিনেত্রীদের আক্রান্ত হওয়ার খবর মিলছে।

- Advertisement -

এর মাঝে ফের টলিপাড়ায় করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন ‘পাণ্ডব গোয়েন্দা’র বর্ষা আন্টি। এই ধারাবাহিকের অন্যতম চরিত্র হলেন পঞ্চ গোয়েন্দার বিলু। এই সিরিয়ালে বিলুর মায়ের ভূমিকায় দেখা যায় বর্ষা ওরফে অপরাজিতা ঘোষকে।

টলিউডের অতি পরিচিত মুখ তিনি। এই মুহূর্তে অভিনেত্রী বোলপুরে নিজের বাড়িতেই রয়েছেন। বাড়িতে বয়স্ক বাবা-মা থাকায় সবরকম নিয়ম মেনেও চলছিলেন তিনি। তবুও করোনার হাত থেকে রেহাই পেলেন না অপরাজিতা।

সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান অপরাজিতা। তিনি লেখেন, ”আইসোলেশন ঠিক কেমন হয়! আমি কয়েকদিন আগে অবধি যেমন ভাবতাম তার থেকে ঠিক অনেকটাই আলাদা। এতটাই আলাদা যে আমি যখন এর আগে সবাইকে বলেছি, আমি বুঝতে পারছি তুমি কেমন অনুভব করছ। কিন্তু সত্যি বলতে এবার পুরো বিষয়টি বুঝতে পারছি। এখন আমাকে বোঝাতে হয় না, আমি এখন বুঝি নিভৃতবাস ঠিক কেমন হয়”।

তিনি আরও লেখেন,”হ্যাঁ, আমি করোনা পজিটিভ। যদিও আমার বাড়ির সদস্যরা এবং বন্ধুরা আমাকে মন খারাপ করার সুযোগটুকুও দিচ্ছে না। সঙ্গে ফোন বা ভিডিও কলে আমার ডাক্তার বন্ধুর কড়া নজরের জন্য সামান্যটুকু ফাঁকি দেওয়ারও সুযোগ পাচ্ছি না।”

অপরাজিতা আরও জানান, ডাক্তারের পরামর্শমতন সমস্ত ওষুধ আমি খাচ্ছি। সঙ্গে পুষ্টিকর ডায়েটও মেনে চলছি। জল, ফলের রস, স্যুপ জাতীয় অনেক জলীয় খাবার খাচ্ছি। সঙ্গে মন ভালো রাখার চেষ্টাও চালিয়ে যাচ্ছি।