করোনাকালে ‘সাথী’ হয়ে সর্বহারাদের পাশে যশ চোপড়া ফাউন্ডেশন

0
54

মুম্বই: করোনার ধাক্কায় এখন টালমাটাল গোটা দেশ। করোনা আক্রান্তদের সংখ্যার সঙ্গে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। এইমুহূর্তে করোনা আতঙ্কে ভীত সন্ত্রস্ত দেশবাসী। পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিন। করোনা থাবা বসিয়েছে বলিউডের একের পর এক সেলেব এবং ইন্ডাস্ট্রির নানা কলাকুশলীদের শরীরে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে কার্যত নড়বড়ে অবস্থা বিনোদন দুনিয়ার। মহারাষ্ট্র এখন কড়া লকডাউনের পথে হাঁটছে। বন্ধ রয়েছে ছবির শুটিং। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন একাধিক বলি সেলেবরা। তেমনভাবেই মহামারীর সময় ইন্ডাস্ট্রির কর্মীদের পাশে থাকার জন্য নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যশরাজ ফিল্মস।

- Advertisement -

কয়েক দিন আগেই মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ফেডারেশনের অন্তর্ভুক্ত ৩০ হাজার কর্মীকে বিনামূল্যে টিকা দেবে বলে জানিয়েছে এই সংস্থা। এর জন্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে টিকা কেনার আবেদনও জানিয়েছে তারা। এবার ফের কর্মীদের পাশে দাঁড়াতে দেখা গেল তাদের। দ্য যশ চোপড়া ফাউন্ডেশন শুরু করল ‘যশ চোপড়া সাথী উদ্যোগ’।

‘যশ রাজ ফিল্মস’-এর কর্ণধার আদিত্য চোপড়া এই নয়া উদ্যোগ শুরু করতে চলেছেন। করোনা আবহে বেহাল অবস্থা ইন্ডাস্ট্রির। সংকটের মুখে সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত দিন মজুরি শ্রমিকেরা। সারা বছর যাঁরা ছবির জন্য অক্লান্ত পরিশ্রম করেন কঠিন সময়ে তাঁদের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য চোপড়া। এই সমস্ত কর্মীদের রেশন, থেকে চিকিৎসার খরচ সবকিছুই বহন করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

সম্প্রতি জনপ্রিয় এই প্রোডাকশন হাউসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, ‘যশ চোপড়া সাথী উদ্যোগ’-এর পক্ষ থেকে ইন্ডাস্ট্রির মহিলা এবং প্রবীণদের ৫০০০ টাকা দেওয়া হবে। এর পাশাপাশি এক মাসের রেশন শ্রমিকদের (৪ জনের পরিবার) হাতে তুলে দেওয়া হবে। আরও বলা হয়েছে, ইন্ডাস্ট্রির কর্মী সংগঠনের সদস্যদের মধ্যে বর্তমানে যাঁরা কর্মহীন এবং যাঁদের পরিবার তাঁদের ওপর নির্ভরশীল, তাঁরাই আপাতত এই প্রকল্পের সুবিধাগুলি পাবেন।