‘আমি ভালো আছি, আমি ফিরে এসেছি’, বললেন অনামিকা সাহা

0
151

কলকাতা: অনামিকা সাহা! ১৯৭৩ সালে আশার আলো ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। ৪০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। এখন ধারাবাহিকেও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনামিকা। সম্প্রতি অভিনেত্রী আকাশ আট এর ‘হয়তো তোমারি জন্য’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।

এর মাঝেই গত ১৯ শে এপ্রিল অভিনেত্রীর শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায়। প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে ভরতি করা হয়েছিল অভিনেত্রীকে। পরদিন করোনা রিপোর্ট পজিটিভ আসায় এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তিরত করা হয়। তবে কোভিডের অভিনেত্রীর ফুসফুসে সংক্রমণ ছড়ায়। তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি কমে যায়। এরপর চিন্তায় পড়ে যায় সকল অনুগামীরা। রিব্রেথার মাস্কের সাহায্যে অক্সিজেন দিতে হয়েছিল অনামিকা দেবীকে।

- Advertisement -

দীর্ঘদিন ধরেই ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় এখন তিনি বিপদমুক্ত। করোনাকে হারিয়ে বাড়িতে বিশ্রামে আছেন অভিনেত্রী। সম্প্রতি অনামিকা দেবী নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিয়োতে প্রথমে অভিনেত্রী বলেন, “আমি ভালো আছি। নতুন জীবন নিয়ে ফিরে এসেছি। কোভিড প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যখন তিনি একটু সুস্থ হয়ে আবছা দেখছিলেন, তখন তিনি ভয়ে পেয়ে ভেবেছিলেন যে তিনি বেঁচে ফিরবেন কিনা। তবে আজ ভগবানের আশীর্বাদ, নিজের কাছের বন্ধু, অনুগামীদের ভালোবাসা, প্রার্থনাতে আজ নতুন জীবন নিয়ে ফিরে এসেছেন। যাঁরা অভিনেত্রীকে ফোন করে খোঁজ নিয়েছিলেন আর অনুগামীদের উদ্দেশ্যে এই ভিডিও।

একটা সময় বাংলা ছবিতে খলনায়িকার চরিত্র মানে তা অনামিকা সাহা ছাড়া পরিচালরা ভাবতে পারতেননা৷ বাঘ বন্দি খেলা, দুই পুরুষ ছবিতে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের সঙ্গেও অভিনয় করেছেন অনামিকা সাহা। টিম খাসখবরের পক্ষ থেকে অনামিকা দেবীকে অনেক শুভেচ্ছা। তিনি আরো চলচ্চিত্র আর ধারাবাহিকে অভিনয় করুক।