অভিযোগে গুরুত্ব দিল না মুম্বইয়ের আদালত, মান বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ Salman Khan

0
56

বিনোদন ডেস্ক : খুনের অভিযোগের পর এবার নয়া বিতর্কে অভিনেতা সলমন খান। প্রতিবেশীর মানহানির মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ ভাইজান। এর আগে মুম্বইয়ের সিটি সিভিল কোর্ট গিয়ে খালি হাতে ফেরেন অভিনেতা। আদালত ভাইজানের অভিযোগ নাকচ করে দেন। কিন্তু অভিযোগের কারণটা কি ?

আরও পড়ুন : দেশে বয়কটের ডাক, আমিরের Laal Singh Chaddha-র কদর বুঝল Oscur

- Advertisement -

বিটাউন সূত্রে খবর কেতন কক্কর নামে এক ব্যক্তি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেন, সলমনের পানভেলের ফার্ম হাউজে বেআইনি কার্যকলাপ ঘটে, শিশু পাচার থেকে শুরু করে সমস্ত রকমের বেইনি কাজ হয় অভিনেতার ফার্ম হাউজে। এমনকি তিনি আরও বলেন বহু বলিউড অভিনেতারদের মৃতদেহ পোঁতা রয়েছে ফার্ম হাউজের তলায়। তারপরেই আদালতে গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন সলমন।

আরও পড়ুন : Forest Gump-এর থেকেও ভালো, আমিরের Laal Singh Chaddha-এ মুগ্ধ Taslima Nasrin

তবে মুম্বাইয়ের সিটি সিভিল কোর্টে অভিনেতার মানহানি মামলা গ্রাহ্য করেননি। তারপরেই মান বাঁচাতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হন বলিউড স্টার।সূত্রে খবর,  আদালতে সলমন ও কেতনের আইনজীবীর মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক-বিতর্ক চলে, দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আগামী ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানি ধার্য করেন। ভাইজানের আইনজীবী রবি কদম সংবাদ মাধ্যম কে জানান, অভিনেতার খামার বাড়ির পাশে একটি জমি নেওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি, কিন্তু অবৈধ কিছু লেনদেনের কারণে টা বারবার বাতিল হয়ে যায়, তাই ক্ষোভ উগ্রতে অভিনেতা আর তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন কেতন কক্কর।