৩৩ বছর পর ছোট পর্দায় একসঙ্গে রাম-সীতা-লক্ষ্মণ

0
654

মুম্বই: রবিবারের সকাল৷ আধঘণ্টার জন্য শুনসান হয়ে যেন পাড়া৷ কচিকাচারা তো বটেই বড়রাও কাজকর্ম ফেলে বসে পড়তেন টিভির সামনে৷ এক্ষুনি যে শুরু হবে রামায়ণ৷

১৯৮৭ সালের জানুয়ারি মাসে দুরদর্শনে শুরু হয়েছিল রামানন্দ সাগরের রামায়ণ৷ সেই রামায়ণ নিয়ে মানুষের উদ্দীপনা ছিল চোখের পড়ার মতো৷ রবিবারের সকাল এলেই রাস্তাঘাটে লোকজন খুঁজে পাওয়া যেত না৷ সবাই তখন টিভির সামনে৷ রামায়ণ সিরিয়ালের দৌলতে ঘরে ঘরে ছড়িয়ে যায় অরুণ গোভিল, দীপিকা ছিকালিয়া এবং সুনীল লাহরির নাম, যাঁরা সিরিয়ালে রাম, সীতা এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছিলেন৷

- Advertisement -

এত জনপ্রিয়তা পাওয়ার পরেও ওই তিন অভিনেতা-অভিনেত্রীকে আর তেমন ছবি বা সিরিয়ালে কাজ করতে দেখা যায়নি৷ তাঁদের একসঙ্গে এক ফ্রেমেও আর কখনও দেখা যায়নি৷ এখন তাঁরা কে কী করছে সেই নিয়ে নতুন প্রজন্মের মধ্যে তেমন আগ্রহ নেই৷ তবে পুরনো প্রজন্ম এখনও তাদের প্রিয় রাম-সীতা ও লক্ষ্ণণের কথা ভোলেনি৷ দর্শকদের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে গেল সোনি টিভি৷ ৩৩ বছর পর আবার ছোট পর্দায় হাজির হতে চলেছে রাম-সীতা জুটি৷ সঙ্গে অবশ্যই লক্ষ্ণণ৷

জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মাতে তিনজনকে ফের একসঙ্গে দেখা যাবে৷ শোয়ের নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন৷ এছাড়া সামনে আসে এপিসোডের প্রোমো৷ যেখানে কপিল শর্মাকে নানা মজাদার প্রশ্ন করতে দেখা যায় ওই তিন অভিনেতাকে৷

রামায়ণের সিরিয়ালের পর অভিনেতাদের জীবন কতটা বদলে যাও সেটাও নিয়েও মুখ খোলেন সকলে৷ প্রোমোতে দেখা গিয়েছে, দীপিকা ছিকালিয়া বলছেন, সীতা চরিত্রে অভিনয় করার পর কেউ আমাকে হাই বা হ্যালো বলে সম্বোধন করতেন না৷ সকলে হাত জোড় অবস্থায় মাথা নত করে প্রণাম করতেন৷ প্রোমো দেখেই হেসে লুটোপুটি খেয়েছেন দর্শকরা৷ সকলে এখন মুখিয়ে আছেন এপিসোডটির জন্য৷