রবীন্দ্রনাথের পর এবার মমতা, Roddur Roy এর ‘আপত্তিকর পোস্ট’ ঘিরে বিতর্ক

0
125

কলকাতা: এর আগে একাধিকজনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে৷ ছাড়েননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও৷ রবি ঠাকুরকে নিয়েও একাধিক আপত্তিকর মন্তব্য এবং তাঁর কবিতা ও গানকে বিকৃত করার অভিযোগ উঠেছিল এই ইউটিউবারের বিরুদ্ধে৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠল ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে৷

পুলিশ সূত্রের খবর, নেটমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ‘আপত্তিকর পোস্ট’ করার অভিযোগে একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তে নেমেছে লালবাজার ও পাটুলি থানার পুলিশ৷ বস্তুত, এর আগেও সমাজের সনামধন্য ব্যক্তিদের নিয়ে পোস্ট করার অভিযোগ উঠেছিল রোদ্দুরের বিরুদ্ধে৷

- Advertisement -

অরিত্র সাহা নামে এক তৃণমূল কর্মী পাটুলি থানায় দায়ের করা অভিযোগে দাবি করেছেন, অবিলম্বে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷ কারণ, ওর ‘আপত্তিকর পোস্ট’ এর জেরে মুখ্যমন্ত্রীর সন্মানহানি করা হয়েছে৷ বিতর্কিত ওই ইউটিউবারের বিরুদ্ধে একই রকম অভিযোগ দায়ের হয়েছে লালবাজারেও৷ সেখানেও বিজয় বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি অঙিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ বস্তুত, অভিযোগকারী দু’জনেই নিজেদের তৃণমূল কর্মী হিসেবে দাবি করেছেন৷ এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে৷ কারণ, এই বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে এর আগেও পুলিশের কাছে জমা হয়েছে একাধিক অভিযোগ৷

আরও পড়ুন: সীমান্তে আম আদমি পার্টির পোস্টার, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে