কলকাতায় কতজন পেল রুশ টিকা স্পুটনিক ভি?

করোনার বাড়বাড়ন্তে স্পুটনিক ভি ভারতে এপ্রিল মাসে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছিল।

0
33

কলকাতা: করোনার সঙ্গে লড়তে কোভিশিল্ড-‌কোভ্যাক্সিনের পর ভারতের তৃতীয় অস্ত্র রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকা। এই টিকা হায়দরাবাদ এবার এই রাজ্যে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি। গত মঙ্গলবার রুশ ভ্যাকসিনের টিকার ডোজ এসে পৌঁছায় কলকাতায়। ডোজগুলি রাখা হয়েছে কলকাতার আরএনটেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে। তবে এখনই জনসাধারণের মধ্যে এই টিকা দেওয়া শুরু হয়নি।

এই ইনস্টিটিউটের ১৫০ জন স্বেচ্ছাসেবকে দেওয়া হল রাশিয়ান টিকার প্রথম ডোজ। প্রথমে হায়দারবাদ মুকুন্দপুরের স্টোররুমে -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেগুলি ফ্রিজিং করে রাখা হয়েছিল। এরপরই বিকেল তিনটের সময় এই টিকা দিয়ে পাইলট টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। স্পুটনিক ভি যদিও এখনও বাণিজ্যিকভাবে চালু হয়নি কলকাতাতে। স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত কিছু বাছাই করা স্বেচ্ছাসেবককে আপাতত এই ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে। এই পাইলট টিকাকরণের প্রকল্পটি আরও দু’দিন চলবে।

- Advertisement -

করোনার বাড়বাড়ন্তে স্পুটনিক ভি ভারতে এপ্রিল মাসে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছিল। এই রাশিয়ান ভ্যাকসিন প্রথম দফায় মে মাসের প্রথম সপ্তাহে ভারতে পৌঁছেছিল। দুই দফায় ভারতের বাজারে এসে পৌঁছেছে এই ভ্যাকসিন। প্রথম পর্যায়ে দেড় লক্ষ ও দ্বিতীয় পর্যায়ে ষাট হাজার ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে ভারতে। ভারতে একমাত্র হায়দারবাদে ডা. রেড্ডি সংস্থাই রাশিয়ান ভ্যাকসিন বিতরণের অধিকার পেয়েছে। তবে ভারতে এই ভ্যাকসিন বাণিজ্যিকভাবে চালু করার আগে বর্তমানে ডোজগুলি পাইলট প্রকল্পে ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, মে মাসের মাঝামাঝি হায়দরাবাদে প্রথম এই বিশেষ পাইলট প্রকল্পের সূচনা হয়েছিল। হায়দরাবাদে ডা. রেড্ডির ল্যাবরেটরির সকল কর্মীদের প্রথম ডোজ দেওয়া হয়েছিল। আমদানি করা এই ডোজগুলি বর্তমান মূল্য জিএসটি ছাড়াই ৯৪৮ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। অন্যান টীকার মতো স্পুটনিকের দু’‌টি ডোজের মধ্যে আগের ভ্যাকসিনগুলোর সময়সীমা বেশ কম। প্রথম ডোজ নেওয়ার ২১ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিতে হবে।