রাজারহাটে করোনা আক্রান্তদের জন্য শুরু কমিউনিটি কিচেন

0
106

পলাশ নস্কর, রাজারহাট: করোনা ভাইরাসে শ্রমিক থেকে রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। করোনার দাপট বাড়তেই না চাইতেও রাজ্য সরকারকে ফের লকডাউনের রাস্তাতেই হাঁটতে হয়। তবে এই লকডাউনে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ভুলে যায়নি তৃণমূল কংগ্রেস। রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ কমিউনিটি কিচেনের উদ্বোধন করলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর। এই কমিউনিটি কিচেন খোলা হল রাজারহাট ভাটেন্ডা পশ্চিমে।

করোনা আক্রান্ত রোগীদের জন্য এই কমিউনিটি কিচেন খোলা হয়েছে। এই অতিমারি পরিস্থিতিতে বহু গরিব মানুষের শরীরে পুষ্টি সম্পন্ন খাবার দরকার। কিন্তু করোনা আক্রান্ত হওয়াতে সেই সব রোগীর কাছে নেই পর্যাপ্ত খাবার। এছাড়া মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের কাজ বন্ধ। তাদের কাছেও এই কমিউনিটি কিচেনের খাবার পৌঁছে দেওয়া হবে।

- Advertisement -

এই কিচেন থেকে যে সব অসহায় মানুষ সাহায্য নেবেন তাদের সকলকে আগের দিন রাতের মধ্যে মোবাইল নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করাতে হবে। এরপরই সেই ব্যক্তির প্রয়োজনীয় পরিমাণ মতো খাবার তারা রান্না করবে এবং তারপর লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর এই যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বলেন, ‘‘যাঁরা নিজেদের কথা না ভেবে এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের এই বাহবা দিতেই হয়।’’

যুবনেতা রক্তিম করের উদ্যোগে রাজারহাট এলাকায় কমিউনিটি কিচেন শুরু হয়েছে। প্রথম দিন ৭০ জন মানুষকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। গ্রাহক বাড়লেও অসুবিধা নেই। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, যতটা সম্ভব সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া হবে।