আজ থেকে কলকাতার রাস্তায় নামল ট্যাক্সি, তিনের বেশি যাত্রী নয়

0
238

কলকাতা: শহরের রাস্তায় নামল ট্যাক্সি৷ রবিবার টুইট করে জানাল কলকাতা পুলিশ৷ টুইটে পুলিশ একটি হেল্পলাইন নম্বর দিয়ে দিয়েছে৷ সেখানে ফোন করে বাইরে বেরনোর কারণ জানালে বাড়িতেই ট্যাক্সি পাঠানোর ব্যবস্থা করে দেবে পুলিশ৷

দেশ জুড়ে লকডাউন চলছে৷ শনিবার লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল অবধি বাড়িয়ে দেওয়া হয়৷ এদিকে লকডাউনে অধিকাংশ মানুষ ঘরে থাকলেও বিশেষ প্রয়োজনে কিছু মানুষকে রাস্তায় বেরতেই হচ্ছে৷ কেউ যাচ্ছেন হাসপাতাল, কেউ যাচ্ছেন জরুরি পরিষেবার কাজে৷

- Advertisement -

এই পরিস্থিতিতে এগিয়ে এল কলকাতা পুলিশ৷ রবিবার কলকাতা পুলিশ টুইট করে একটি হেল্পলাইন নম্বর জানায়৷ ১০৭৩ এই হেল্পলাইন নম্বরে ফোন করলেই জরুরি পরিষেবার জন্য ট্যাক্সি পাওয়া যাবে৷ তবে তার জন্য সেই নম্বরে ফোন করে নাম, ঠিকানা, গন্তব্য এবং বেরনোর কারণ জানাতে হবে৷ তারপর সেখান থেকেই ট্যাক্সি চালকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে গাড়ি পাঠিয়ে দেওয়া হবে৷ প্রয়োজনীয় নথি দেখালে তবেই মিলবে পরিষেবা৷ ট্যাক্সিতে তিন জনের বেশি যাত্রী তোলা যাবে না বলে জানিয়েছে পুলিশ৷

এর আগে রাজ্য সরকার শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য কলকাতার বেশ কিছু রুটে বাস চালানোর অনুমতি দিয়েছিল৷ এস-২৪ হাওড়া রুটে স্টেশন-কামালগাজি, সি-৩৭ রুটে এসপ্ল্যানেড-আমতলা, এস-১২ রুটে হাওড়া স্টেশন-নিউ টাউন, এস-৯এ রুটে ডানলপ-বালিগঞ্জ, এস-৫ রুটে হাওড়া স্টেশন-গড়িয়া এবং জোকা-বারাসত সি-৮ রুটে বাস চালানোর কথা ঘোষণা করা হয়েছিল৷ বাসে ওঠার আগে স্থানীয় থানা থেকে পাস জোগাড় করতে বলা হয়েছিল৷