করোনায় প্রতিবেশীর মৃত্যু, ভয়ে ১৫ মাস নিজেদের ঘরে আবদ্ধ রাখলেন ৩ মহিলা

0
39

অন্ধ্রপ্রদেশ: ২০২০ সালে হঠাত সমগ্র বিশ্বে আঘাত হেনেছিল মারণ ভাইরাস করোনা। সেই ভয় এখনও কাটেনি। অনেকের মনেই এখনও তীব্র ভয় বাসা বেঁধে রয়েছে। ভয় যে মানুষের পরিণতি কতটা খারাপ করতে পারে সেটারই প্রমাণ মিলল আরও একবার। প্রতিবেশীর মৃত্যু দেখে অন্ধ্রপ্রদেশের একটি পরিবারের তিন সদস্য ১৫ মাস ধরে বাইরের দুনিয়া থেকে আলাদা করে রেখেছেন নিজেদের।

একটি পরিবারের মা এবং দুই কন্যা ১৫ মাস বাইরে বেড়ায়নি শুধু মাত্র করোনা নামক অদৃশ্য ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য। বাড়ির মধ্যে কেবল বাবা এবং ছেলে দুজনেই প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাইরে জেতেন বলেই খবর পাওয়া গিয়েছে।  পূর্ব গোদাবরী পুলিশ এই তিন মহিলাকে উদ্ধার করেছে, যারা তাদের একটি ছোট্ট অন্ধকার ঘরে আটকে রেখেছিলেন। পুলিশ জানিয়েছে মা ও তাঁর দুই মেয়ে ভুগছিলেন হতাশায়।

- Advertisement -

১৫ মাস ধরে বাইরের দুনিয়ার সঙ্গে সংযোগ বিছিন্ন করে রাখার খবর সামনে আসে তখনই যখন রাজোলের কাদালি গ্রামের স্বেচ্ছাসেবীরা জানতে পারেন যে পরিবারটি তাদের বাড়ি ছাড়ছেন না এবং বাড়ির মহিলারা বেশ কয়েক মাস ধরে বাড়ির বাইরে বেড়াচ্ছেন না। জন বেনি (৫০), রথ্ম্মা (৪৫) এবং দুই কন্যা, কাঁথামণি (৩০) এবং রানী (৩২) প্রথম ঢেউে প্রতিবেশীর মৃত্যুর খবর পেয়ে করোনা হবে এই আশঙ্কায় নিজেদের ঘরে আবদ্ধ করেছিলেন।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আমরা গ্রামের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তথ্য পেয়েছি যে করোনা ভয়ের কারণে তিন জন মহিলা একটি ঘরে রয়েছেন এবং তাদের বাবা একমাত্র ব্যক্তি যিনি ঘর থেকে বাইরে বের হন।” খবর পেয়েই পুলিশ, স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে শীঘ্রই সেই বাড়িতে যান এবং গত দেড় বছর ধরে ঘরের ভিতরে থাকা তিন মহিলাকে হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই তাঁরা পর্যবেক্ষণে রয়েছেন।