হাওড়ায় বড়দিনে ২৫ ফুটের কেক বিলি করা হবে সহস্রাধিক শিশুকে

0
146

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাত পোহালেই বড়দিন। করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে চারদিকে চলছে তার বিশাল আয়োজন। ভাইরাস ভয়কে কিছুটা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ। এই কারণে ঘরবন্দি শিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে হাওড়া জেলায়।

- Advertisement -

জানা গিয়েছে, বড়দিন উপলক্ষে ২৫ ফুটের বিশালাকায় কেক বানানো হচ্ছে হাওড়ায়। সেই কেক ক্রিসমাসের দুপুরে প্রায় এক হাজারেরও বেশি শিশুদের মধ্যে বিতরণ করা হবে। দাশনগরের আলামোহন দাস চিলড্রেন্স পার্কে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শোনা গিয়েছে, এই কাজের উদ্যোক্তা হলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য বিভাস হাজরা। তাঁর দাবি, এত বিশাল ক্রিসমাস কেক বাংলায় প্রথম। তিনি জানান, দীর্ঘ লকডাউনে সকলের মতন শিশুরাও ঘরে বন্দি ছিল। এখনও স্কুল খোলেনি। ফলে ছোট ছোট শিশুরা এখনও সেইভাবে ঘর থেকে বেরোতে পারেনি। তাই শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।

সূত্রের খবর, প্রতিবছরই বড়দিনে আলামোহন দাস চিলড্রেন্স পার্কে কেক কেটে এই দিনটিকে উদযাপন করা হয়। তবে এই বছরে বিষয়টি একটু আলাদা। এই বিশালাকায় কেক তৈরি হচ্ছে হাওড়ার লিলুয়ার একটি বেকারিতে। সেই কেকই শিশুদের মধ্যে বিতরণ করা হবে। অভিভাবকদেরও এই খুশির উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।