ভোটারদের আটকে রেখে মারধরের অভিযোগ, অভিযুক্ত বিজেপি কর্মী

0
39

ত্রিপুরা: বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার নির্বাচন। এদিন সকাল থেকে ভোটাররা এসে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। কোন দল হাসবে শেষ হাসি, তারই পরীক্ষা আজ। যদিও ইতিমধ্যেই ত্রিপুরা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। এবার ভোটারদের আটকে রেখে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, পুরাতন আগরতলা খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ভোটারদের আটকিয়ে মারধরের অভিযোগ উঠছে শাসক দল বিজেপি কর্মীদের দিকে। অভিযোগ, পুরাতন আগরতলা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ৩৯ নম্বর বুথে বিরোধী দলের ভোটাররা যাতে ভোট দিতে না পারে, তার জন্য শাসক দল বিজেপির কর্মীরা বিরোধী দলের ভোটারদের আটকিয়ে বেধড়ক মারধর চালাচ্ছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল বিজেপি।

আরও পড়ুন-প্রকাশ্যে Aditya’র সঙ্গে জোর করে একি করলেন মহিলা অনুরাগী, দেখুন Viral Video

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। ত্রিপুরায় মোট ভোটার সংখ্যা ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৩২৮ টি।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

উত্তর-পূর্বের রাজ্যে মোট ৬০ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে এক দফাতেই৷ ভোটকেন্দ্রের বাইরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬০ বিধানসভার ত্রিপুরায় মোট ভোটার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন৷ যা উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম৷ ভোটারদের মধ্যে পুরুষ এবং মহিলাদের সংখ্যা প্রায় সমান-সমান। ত্রিপুরার সিইও কিরণকুমার গিত্যে জানিয়েছেন ২৮ লক্ষ ১৩ হাজারেরও বেশি ভোটারদের জন্য ত্রিপুরায় রয়েছে ৩৩২৮টি ভোটকেন্দ্র৷ নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার বুথ ছাড়াও প্রতিটি বিধানসভাতেও মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী৷ শাসক জোটের পক্ষে বিজেপি প্রার্থী দিয়েছে ৫৫ টি কেন্দ্রে৷ আর তাদের জোটসঙ্গী আইপিএফটি প্রার্থী দিয়েছে ৫ টিতে ৷ অন্যদিকে বাম ও কংগ্রেস জোটের প্রার্থী যথাক্রমে ৪৬ এবং ১৩৷ বাম ও কংগ্রেস জোট একটি কেন্দ্রে নির্দল প্রার্থীকে সমর্থন করছে।