তেলের দামের ঝাঁঝে নাজেহাল মধ্যবিত্তের কমল অস্বস্তি, প্রতি লিটারে কত হল রান্নার তেলের দাম…

0
64

খাস ডেস্ক: তেলের দামে রীতিমত নাজেহাল মধ্যবিত্ত। চলতি বছরের শুরুতেই দাম বেড়েছিল রান্না ও ভোজ্য তেলের। আর তার পর থেকেই মাথায় হাত পরে যায় মধ্যবিত্তের। তবে এবার কিছুটা হলেও দাম কমবে রান্না ও ভোজ্য তেলের।

জানা গিয়েছে, বেশ কিছু দিন আগেই কয়েকটি সংস্থা ভোজ্য ও রান্নার তেলের দাম কমানোর কথা ঘোষণা করেছিল। আর তার পরেই তেলের দাম ১০ থেকে ২০ টাকা কমার ঘোষণা হল। আর এই ঘোষণার পরেই মিলল স্বস্তি।

- Advertisement -

এপ্রসঙ্গে তেল কোম্পানিগুলির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কেন্দ্রীয় সরকার তেলের উপর থেকে আমদানি শুল্ক কমিয়ে দিচ্ছে। যার ফলে খুব শীঘ্রই কমবে তেলের দাম। ইয়িমধ্যেই এফএমসিজি ফার্ম আদানি উইলমার শনিবার ভোজ্য তেলের দাম ১০ টাকা কমিয়েছে।

এছাড়াও ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের এক লিটারের দাম ১০ টাকা কমিয়ে ২১০ টাকা করা হয়েছে। আবার ফরচুন সয়াবিন এবং ফরচুন কাচ্চি ঘানি (সরষের তেল)-র এক লিটারের দাম ১০ টাকা কমিয়ে ১৯৫ টাকা করা হয়েছে।