‘কাকাবাবু’ও সন্ত্রস্ত, আবেদন জানালেন সাবধানতা অবলম্বনের

0
187

কলকাতা: ভারতীয় চলচ্চিত্র ফেডারেশান আগেই জানিয়েছে যে, করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা  হিসাবে সমস্ত শুটিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর শুধু এই দেশেই নয়, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নিজেদের কাজ সম্পূর্ণ ভাবে বন্ধ রেখেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন যাত্রীবাহী পরিষেবা। আর এর ফলে বেশ কিছু মানুষের মত টলিউডেরও সেলেব্রিটিরা আটকে পড়েছেন বিভিন্ন দেশে।

যেমন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাতে শুটিং চলছে ‘কাকাবাবু’র। শুটিংএ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ আরও অনেকে। এমনকি এই মুহূর্তে সৃজিতের স্ত্রী মিথিলাও বাংলা দেশে। সেখানেও বিমান পরিষেবা বন্ধ। ফলত, তিনি না পারছেন আপাতত দক্ষিণ আফ্রিকা যেতে না পারছেন কলকাতা আস্তে। তবে এমন সময়েও সুদূর আফ্রিকা থেকেও ‘কাকাবাবু’ অ্যান্ড টিম বারবার বার্তা দিচ্ছেন সাবধানতা অবলম্বন করার।

- Advertisement -

এছাড়াও ছবির শুটিংএ লন্ডনে আছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা বিশ্বনাথ বসু। সেখান থেকে সোশ্যাল নেট ওয়ার্কিং সাইটে নিজেদের ছবি দিয়ে লিখছেন যে, তাঁরা সকলেই আপাতত নিরাপদে আছেন, এবং সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা মেনে চলছেন। এছাড়াও যদি ইংল্যান্ডের সরকার নতুন কোন নির্দেশিকা জারি করে, তাহলে সেগুলোও তাঁরা মেনে চলবেন। বাকিদেরও বলেছেন সাবধানে থাকতে, এবং সুরক্ষামূলক সমস্ত ব্যবস্থা মেনে চলতে বলেছেন।

একই সঙ্গে পিছিয়ে গেল, রাজ চক্রবর্তীর ছবি ‘ধর্মযুদ্ধ’এর মুক্তি। এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৩এপ্রিল,২০২০। আপাতত এই ছবির মুক্তি অনির্দিষ্ট কালের জন্যে স্থগিত রাখা হচ্ছে। একই সঙ্গে শুটিং বন্ধ থাকছে ‘গোলন্দাজ’এর, এছাড়া মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’র দ্বিতীয় পর্যায়ের শুটিংও বন্ধ রাখা হচ্ছে। এস.ভি.এফ এর তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত তাদের সমস্ত রকম শুটিং বন্ধ রাখা হচ্ছে।

পি.এস.এস এন্টারটেনমেন্ট জানিয়াছে যে, তাদের ‘আবার বছর কুড়ি পরে’র সমগ্র টিম পৌঁছে গিয়েছিল কালিম্পঙে। কিন্তু মানবিকতার স্বার্থে গোটা টিমকেই ফিরিয়ে আনা হয়েছে। প্রযোজকরা জানিয়েছেন যে, পরিস্থিতি স্বাভাবিক হলে, এই ছবির শুটিং আবার শুরু হবে।

এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থার। খুব স্বাভাবিক সেই ঢেউ এসে লাগবে এই টলিউডের গায়েও। তবে সেই ঢেউ এর তোড়ে যাতে দেওয়াল ভেঙে না পড়ে সেই দিকেই মন সমগ্র ইন্ডাস্ট্রির।