ছোট্ট টিপ মায়াবী নারীর সৌন্দর্যের চাবিকাঠি

0
251

খাস ডেস্ক: কথাতেই আছে খোলা চুল, চোখে কাজল, ছোট্ট টিপ আর সঙ্গে শাড়ি। এই সামান্য সাজে যে কোনো নারীই অপরূপ সুন্দরী হয়ে ওঠে। এক মোহমায়ার বাধনে বেধে ফেলেন পুরুষদের। সাজের ধারায় আজ পরিবর্তন এলেও টিপের মহিমা একালের মেয়েদের কাছেও দারুণ জনপ্রিয়।

বাঙালি কন্যাদের কপালে টিপ আজও ভাস্বর। দুই ভ্রুর মাঝখানে ছোট কিংবা বড় একটা টিপেই যেন খুলে যায় সৌন্দর্যের বাহার। ভারতের সংস্কৃতিতে টিপের মাহাত্ম্য থাকবে চিরকাল। কপালে টিপ পরলে নারীর রূপ আরও বৃদ্ধি পায়। এক অন্য সৌন্দর্য্যের সঙ্গে পরিচয় করায় এই জিনিস।

- Advertisement -

তাহলে দেখুন টিপের নানা রকমফের-

১) গোল লাল টিপ যে কোনও সাবেকি পোশাকের সঙ্গে মানিয়ে যায়।

২) মহারাষ্ট্রে এই বিন্দির নাম ‘চন্দ্রাকোর’। অর্ধ চাঁদের মতন দেখতে একে। মূলত কালো বা লাল রঙের হলেও বর্তমানে অন্যান্য রঙেও দেখা মিলছে এর।

৩) সবচেয়ে জনপ্রিয় হল কালো টিপ। যে কোনও পোশাকের সঙ্গেই পরা যায়।

৪) ছোট্ট পাথরের টিপ বিভিন্ন রঙের পাওয়া যায়। যে কোনও রঙের পোশাকের সঙ্গেই ম্যাচ করে পরতে পারেন।