
খাস ডেস্ক: কয়েকদিন পরই শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস। বছরের এই দ্বিতীয় মাসটিকে উদযাপন করা হয় ‘প্রেমের মাস’ (Month of Love) হিসেবে। যুগলদের অপেক্ষা ভ্যালেন্টাইন্স ডে ‘র। এইদিনে ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটানোর পর। বিশেষ দিনের সাজও হতে হবে বিশেষ। কিন্তু মেয়েরা এখনও পোশাক বেছে উঠতে পারেননি। একনজরে দেখে নিন নিজেকে কোন পোশাকে সাজিয়ে তুলতে পারেন।
আরও পড়ুন: Pet Friendly Cafe: পোষ্যদের নিয়ে ঘুরে আসুন এই ক্যাফেতে, রয়েছে আকর্ষণীয় Combo
ভ্যালেন্টইন্স ডে ‘তে (Valentine’s Day) ভালবাসার দিনে ভালোবাসার লাল রং বেছে নিতে পারেন।
আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে পড়তে পারেন ওয়ান পিস ড্রেস। শীতের আমেজ থাকলে সঙ্গে নিতে পারেন একটি জ্যাকেট।
ট্র্যাডিশনাল (Traditional Wear) পছন্দ হলে বিশেষ দিনে বেছে নিন শাড়ি কিংবা চুড়িদার অথবা কুর্তি।
আরও পড়ুন: হিরণকে মানহানির মামলা করার পরামর্শ অভিষেকের
কেবল ১৪ ফেব্রুয়ারি (14 February) নয় গোটা একটি সপ্তাহ ধরে পালন করা হয় ‘ভ্যালেটাইন্স উইক’ (Valentine’s Week)।
আরও পড়ুন: “গরিব মানুষের পাশে দাঁড়ানো কি রাজ্য সরকারের অপরাধ”, ‘বগটুইয়ের ক্ষতিপূরণ’ প্রসঙ্গে মন্তব্যে অভিষেকের