Uma’র বিদায় পর্ব, দেখুন ‌শেষ দিনের শুটিং

0
98

বিনোদন ডেস্ক: একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল জি বাংলার উমা। স্বপ্নপূরণের আগেই তাঁর বাবা মারা যায়, সব ছেড়ে সংসার ধর্ম পালন করতে হয় মেয়েটিকে। যদিও স্বপ্ন থেমে থাকার নয়, শুরু হয় তাঁর নতুন করে পথ চলে। গত বছর ১৩ সেপ্টেম্বর শুরু হয় ধারাবাহিকের প্রথম সম্প্রচার। মোটামুটি TRP যুদ্ধে ভালো ফল করত উমা, শুধু তাই নয় দর্শক মহলের পরিবারের সদস্য হয়ে উঠেছিল আচার্য পরিবার । গতকাল শেষ হল ধারাবাহিকের শেষ শুটিং।

আরও পড়ুন: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বোনকে ‘ষড়যন্ত্র’র আশঙ্কা জানিয়েছিলেন Sonali Phogat

- Advertisement -

খবরটা আগেই চাওর হয়েছিল টলিপাড়ায়, তবে শিলমোহর পড়েনি। গতকাল সত্যি সত্যিই শেষ হল উমা-র শেষ শুটিং। শেষ দিনে চোখের জলে বিদায় নিল উমা পরিবার।

শেষ দিনে চোখের জল আটকে রাখতে পারছেন না চুমকি ওরফে দেবপ্রিয়া বসু, শিঞ্জিনী চক্রবর্তী, রিমঝিম গুপ্ত, সোমা বন্দোপাধ্যায়, সহ পরিবারের সকল সদস্য।

নতুন কোনও সিরিয়াল শুরু হবে বলেই কী বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক! এই প্রশ্নই ঘুরে ফিরে আসছিল ভক্ত মহলে। সংবাদ মাধ্যমকে রিমঝিম গুপ্ত জানান, ”আমাদের পরিচালক সুশান্তদা আমাদের অনেক উৎসাহিত করেছেন। সুখবর দেবেন খুব শীঘ্রই! আপাতত তেমন কিছু বলার মতো নেই।”

ধারাবাহিক শেষ নিয়ে মুখ্য ভূমিকায় থাকা নীল ভট্টাচার্য বলেছেন,”হ্যাঁ, অবশ্যই হয়। দু’দিনের কাজ হলে সেই টান তৈরি হয় না৷ কিন্তু একটা শো টানা এক বছর চললে অবশ্যই মনখারাপ হয়।’’

মন খারাপ ধারাবাহিকের উমা ওরফে শিঞ্জিনী চক্রবর্তীরও। তিনি বলেছেন, খুব খারাপ লাগছে, একসঙ্গে থাকতে থাকতে একটা পরিবার হয়ে গিয়েছিলাম কখনও মনে হয়নি শুটিং করছি। খুব মিস করব সকলকে।