শুধু কলকাতায় অ্যাক্টিভ আক্রান্ত প্রায় ২৫ হাজার

0
271

কলকাতা: উদ্বেগ বাড়ছে কলকাতাবাসীর৷একদিনে মৃত্যু হয়েছে ২২ জনের৷ ওই একই সময় আক্রান্ত আরও প্রায় চার হাজার৷ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ আক্রান্ত প্রায় এক হাজার৷

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department) এর বুলেটিনের তথ্য অনুযায়ী, শুধু কলকাতায় করোনা আক্রান্ত ৩ হাজার ৮২১ জন৷ দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৩ হাজার ৭৭৮ জন৷
কলকাতা শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৮৩ হাজার ৬৩২ জন৷

- Advertisement -

একদিনে কলকাতায় ২২ জনের মৃত্যু হয়েছে৷তারফলে মোট মৃতের সংখ্যা ৩,৩৮৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ২৪ হাজার ৭০৯ জন৷ একদিনে ৮৫৭ জন৷ তবে কলকাতায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫৫ হাজার ৫৩৮ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯৪২ জন৷

আর দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,৭৭৮ জন৷মৃত্যু হয়েছে আরও ১৬ জনের৷তারফলে মোট মৃতের সংখ্যা ২,৭২২ জন৷এই জেলায় মোট আক্রান্ত ১ লক্ষ ৬৯ হাজার ৮৫৬ জন৷তৃতীয় স্থানে হাওড়া জেলা৷সেখানে মোট মৃত্যু হয়েছে ১,১১৩ জন৷মোট আক্রান্ত ৪৯ হাজার ২৭২ জন৷

গত বছর করোনা প্রকোপ কমতেই জেলায় সংক্রমণের সংখ্যাটা কমতে থাকা৷ একই সঙ্গে মৃতের সংখ্যাটাও৷ এমনকি অধিকাংশ জেলাতেই সংক্রমণ ও মৃতের সংখ্যাটা শূন্যে নেমে আসে৷ এবার ফের করোনা প্রকোপ বাড়তেই কলকাতা শহরসহ জেলাগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷

একদিনে বাংলায় আক্রান্ত ১৭ হাজার ২০৭ জন৷ এরফলে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২ জন৷ অর্থাৎ সংক্রমণ ৮ লক্ষের দোরগোড়ায়৷ পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে আরও ৭৭ জনের৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা ১১ হাজার ১৫৯ জন৷

তবে বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১২ হাজার করোনা রোগী৷মোট সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৬ লক্ষের বেশি৷তথ্য অনুযায়ী,৬ লক্ষ ৭৬ হাজার ৫৮১ জন৷আর সুস্থতার হার কমে ৮৫.২৬ শতাংশ৷

বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷