লক্ষ্মীবারে লক্ষ্মীলাভের সম্ভাবনা কোন কোন রাশির জাতকের, জানুন আজকের রাশিফল

0
173

খাস খবর ডেস্ক: আজ লক্ষ্মীবার। আজ কোন কোন রাশির লক্ষ্মীলাভের সম্ভাবনা? বিপদের সম্ভাবনাই বা কোন কোন রাশির জাতকের? জেনে নিন আজকের রাশিফল।

(১) মেষ রাশি: নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি সুযোগ রয়েছে। তবে সাবধান থাকুন। প্রেমে নয়া মোড় আসতে পারে। বিদ্যুৎ থেকে সাবধান। সতর্ক হয়ে কথা বলুন। সংসারে খুব সংযত থাকুন। সমস্যায় পড়লে অভিজ্ঞ ব্যক্ত ব্যক্তির পরামর্শ নিন।

- Advertisement -

আরও পড়ুন: বৃহস্পতিবার কেন লক্ষ্মীবার, জানেন কি

(২) বৃষ রাশি: আগুন থেকে দূরে থাকুন। প্রতিবেশীদের থেকে সাবধান। তবে আজ হারানো কোনও জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সুযোগ রয়েছে। প্রতিভা বিকাশের জন্য আদর্শ একটি দিন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।

(৩) মিথুন রাশি: অন্যের বিষয়ে নাক গলাবেন না। সব প্রচেষ্টা সফল নাও হতে পারে আজ। প্রেমের জন্য দিনটি খুব একটা ভাল কাটবে না। পারিবারিক বিবাদের সৃষ্টি হতে পারে। ঠাণ্ডা মাথায় বিবাদ মেটানোর চেষ্টা করুন। উচ্চপদস্থ কোনও ব্যক্তির আনুগত্য প্রকাশে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে

(৪) কর্কট রাশি: ব্যবসায়ীদের জন্য সুখবর বয়ে আনতে পারে আজকের দিনটি। তবে বাবা-মায়ের জন্য খরচ বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। অন্যকে রক্ষা করতে গিয়ে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অসৎ ব্যক্তিদের থেকে সাবধান থাকুন। আজ পুরনো কোনও সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।

(৫) সিংহ রাশি: ব্যবসায়ীদের জন্য দারুণ একটি দিন। লোভনীয় প্রস্তাব পেলে ভাবনা চিন্তা করে তবেই অগ্রসর হোন। নানা কারণে আজ খরচ বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কোনও সমস্যায় পড়লে অন্যের সাহায্য নিতে দ্বিধা করবেন না।

(৬) কন্যা রাশি: বড় কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। তার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তবে ইচ্ছে পূরণের-ও যোগ রয়েছে আজ। খরচ বৃদ্ধি পেতে পারে নানা কারণে। কারও থেকে বড় কোনও উপকার পেতে পারেন আজ। ব্যবসায়িক ক্ষেত্রে দিনটি মোটের উপর খারাপ যাবে না।

(৭) তুলা রাশি: লক্ষ্মীলাভের দিন আজ। তবে নানা কারণে মানসিক কষ্ট ভোগ করতে হতে পারে। কারও কথায় হঠাৎ করে উত্তেজিত হবেন না। অতিরিক্ত কথায় বড়সড় ঝামেলার সৃষ্টি হতে পারে। পরিশ্রম করলে তার ফল পাবেন-ই আজ। খরচ বাড়বে।

(৮) বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে আদর্শ একটি দিন। বিরাট উন্নতির সুযোগ রয়েছে। আজ দিনটি একটু বেশিই ব্যস্ততার মধ্যে কাটবে। খরচ বাড়বে। সেইসঙ্গে শারীরিক কষ্ট দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের কথা মেনে চলুন।

(৯) ধনু রাশি: নিজের ক্রোধকে সামলে রাখুন। ব্যবসায়ীদের জন্য একটু চিন্তার উদ্রেক ঘটতে পারে আজ। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হতে পারে। তবে নতুন কাজ খুঁজতেও হতে পারে। শিক্ষাক্ষেত্রে বড় কোনও সুযোগ আসতে পারে আজ। অনেক সমস্যার অবসান ঘটতে চলেছে। মা বাবার সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে।

(১০) মকর রাশি: কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ীদের জন্য আদর্শ একটি দিন। আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী। তবে কোন ভুল করলে তার জন্য শান্তি পাবেন না। ব্যবসায় লাভ হলেও জটিলতা দেখা দিতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে। সমস্যার কথা চট করে অপরকে বলতে যাবেন না।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

(১১) কুম্ভ রাশি: কোনও ব্যাধির কারণে শারীরিক কষ্ট বাড়তে পারে। তবে দীর্ঘদিনের ব্যাধি থেকে মুক্তিলাভের সম্ভাবনাও রয়েছে। কোনও কাজ পুরোপুরি পণ্ড হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন আজ। তবে প্রেম এবং দাম্পত্যের জন্য আদর্শ একটি দিন। ব্যয় বাড়বে।

(১২) মীন রাশি: বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। পাশাপাশি মা-বাবার সঙ্গেও মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে কাউকে হিংসা করবেন না। কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন। তবে ব্যবসায়িক ক্ষেত্রে জটিলতা কেটে যাওয়া সম্ভাবনা রয়েছে। প্রেমে আসতে পারি নতুন মোড়।