১৫ আগস্ট নয় নেতাজি স্মরণে স্বাধীনতা দিবস পালন হওয়া উচিত বছরের এই দিনে

0
97
Netaji

খাস ডেস্ক: নেতাজি সুভাষ চন্দ্র বোস, নামটির সঙ্গেই জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ, গর্ব। তাঁর মৃত্যু নিয়ে রহস্য থাকলেও মানুষের মনে বেঁচে রয়েছেন সুভাষ চন্দ্র বোস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের ভূমিকা অগ্রগণ্য তাঁদের মধ্যে অন্যতম নেতাজি (Netaji)। তাঁকে স্মরণ করেই আ৫ আগস্টের পরিবর্তে বছরের অন্য একটি দিনে স্বাধীনতা দিবস পালন করার দাবি জানিয়েছিলেন বসু পরিবারের এক সদস্য।

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রাম থেকে অন্তর্ধান রহস্য, জন্মবার্ষিকীর পূর্বে স্মরণে নেতাজি

- Advertisement -

১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন নেতাজি (Netaji)। তাঁরই মতবাদে অনুপ্রাণিত ছিল এই সরকার। অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল ইতালি, জাপান, ইন্দোনেশিয়া, জার্মানির মত আরও কয়েকটি দেশ। ২১ অক্টোবর নেতাজির (Netaji) সরকারের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে পালন করা হয়। তাই এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা উচিত বলে মনে করেন বসু পরিবারের সদস্য এবং বিজেপির রাজ্য কমিটির প্রাক্তন সহ সভাপতি চন্দ্র বসু।

তাঁর কথায়, ১৫ আগস্ট দেশ ভাগ হয়েছিল। এই দিনটি ভারতের কাছে কালা দিবস। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন হলেও এটি ভুল। এই ভুল শুধরে ২১ অক্টোবর দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হোক।

উল্লেখ্য, ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয়তাবাদের দ্বারা একটি সশস্ত্র সেনাবাহিনী ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন নেতাজি (Netaji)।

আরও পড়ুন: নেহেরু নন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু