মঙ্গলবার MRI হবে হার্দিকের, বিশ্বকাপ অভিযানে উদ্বেগ বাড়ছে ভারতের

0
152

বিশ্বদীপ ব্যানার্জি: ভারতীয় ক্রিকেটে ভরসার অন্যতম মুখ এখন হার্দিক পাণ্ডিয়া। আর কিছুদিন পরেই হয়ত পাকাপাকিভাবে হতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ক্রিকেটে যেমন এই হার্দিক পাণ্ডিয়া, হকিতে তেমনিই হার্দিক সিং। পাণ্ডিয়ার মত হার্দিক সিং-ও নিজের দলের ভরসার অন্যতম মুখ। কিন্তু এবারে এই তরুণ মিডফিল্ডারের কারণেই বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন: প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা পাবেন মেসিরা, উল্টোদিকে রোনাল্ডো 

- Advertisement -

রৌরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই বড়সড় চোটের কবলে হার্দিক। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এ ম্যাচের একেবারে অন্তিম লগ্নে হ্যামস্ট্রিংয়ে ভয়াবহ চোট পান হার্দিক। যা বাকি বিশ্বকাপে তাঁর উপস্থিতিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। গ্রুপ লিগে এখনও একটি ম্যাচ বাকি ভারতের। বৃহস্পতিবার ওয়েলসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচ খেলতে হলে আগে মঙ্গলবারের বাধা টপকাতে হবে ২৪ বছরের তারকাকে।

যা জানা যাচ্ছে, চোট এতটাই গুরুতর যে MRI স্ক্যান করা ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। আর মঙ্গলবার-ই হতে চলেছে হার্দিকের MRI। এই স্ক্যান রিপোর্টের ওপর-ই বৃহস্পতিবার ওয়েলসের বিরুদ্ধে তাঁর নামা নির্ভর করছে। অবশ্য একটাই ভরসা কথা, এখনও পর্যন্ত হার্দিকের বিকল্প হিসেবে কারও কথা ভাবা হয়নি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ভারতীয় দল তথা হকি ইন্ডিয়া আপাতত স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এই রিপোর্টের ভিত্তিতে-ই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্পেনকে ২-০ হারিয়েছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে দ্বিতীয় গোলটি হার্দিকেরই। বাকি বিশ্বকাপে তাঁর থাকা না থাকা যে বড় প্রভাব ফেলতে চলেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না।