Home জাতীয় খবর ত্রিপুরা উধাও স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ছাড়াই ভ্যাকসিনের দীর্ঘ লাইনে সাধারণ মানুষ

উধাও স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ছাড়াই ভ্যাকসিনের দীর্ঘ লাইনে সাধারণ মানুষ

0

বিক্রম কর্মকার, ত্রিপুরা: সরকারের নির্দেশ অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গায় ভ্যাকসিন প্রদানের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্ব ছাড়াই ভ্যাকসিনের জন্য দীর্ঘ লাইনে দারিয়ে রয়েছে সাধারণ জনগণ।

স্বাস্থ্য দফতরের কর্তৃক আয়োজিত এই সকল শিবিরে ভ্যাকসিন নেবার জন্য লোকজন ব্যাপক হারে ভীড় জমাচ্ছে। প্রশাসনিক উদাসীনতায় করোনা মহামারির নির্দেশিকা অমান্য করে চলাফেরা করছে লোকজনেরা। যার জেরে দ্রুততার সহিত মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কা থেকে যাচ্ছে।

একদিকে, ভ্যাকসিন সেন্টারে নিরাপত্তার জন্য আরক্ষা দফতরের কর্মী রয়েছে। অপরদিকে জেলা হাসপাতালেও বেসরকারি নিরপত্তার লোকজন নিয়োগ করা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে করে লোকজনেরা সবকয়টি জায়গায় ব্যাপক হারে ভীড় জমাচ্ছে। কোনও প্রকার সামাজিক দূরত্ব ছাড়া উৎসবের মেজাজে ভ্যাকসিন গ্রহণ করছে। এই নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্নচিহ্ন?

Exit mobile version